Latest News

6/recent/ticker-posts

Ad Code

Best Social Worker Award in Social Service: সমাজসেবায় শ্রেষ্ঠ সমাজসেবীর সম্মান

কাজ করার সম্মান পেলেন তমজিৎ গুহ নিয়োগী

Best Social Worker Award in Social Service



রেড ক্রস সোসাইটি, জলপাইগুড়ি জেলা শাখার তমজিৎ গুহ নিয়োগী গত ২১শে মার্চ রাজভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপালের হাত থেকে "সমাজ কল্যাণ ও বিপর্যয় মোকাবেলা"য় নিজের কাজের জন্য শ্রেষ্ঠ সমাজসেবীর সম্মান পান।

জলপাইগুড়ির এই সম্মান এনে দেওয়ার জন্য ডিডিআরসি ভবনে তাকে সম্বর্ধনা দেওয়া হল সংগঠনের জেলা শাখার তরফে।




রাজ্যপালের হাত থেকে সম্মান এবং এই সম্বর্ধনা পেয়ে তমজিৎ বাবু জানান, ১৯৯০ থেকে আমি সমাজসেবায় যুক্ত। এই সম্মান শুধু আমার একার নয়, জেলার প্রতিটি রেড ক্রস সোসাইটির সদস্যর সম্মান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code