বসন্ত উৎসবে মাতলো শিলিগুড়ি কলেজ

বসন্ত উৎসবে মাতলো শিলিগুড়ি কলেজ


শিলিগুড়ি : শান্তিনিকেতনের আদলে শিলিগুড়ি কলেজে পালন করা হল বসন্ত উৎসব। শিলিগুড়ি কলেজ প্রাঙ্গনে সকলে মেতে উঠেন বসন্ত উৎসবে। কলেজ প্রাঙ্গণ রাঙিয়ে দেওয়া হয় রংবেরঙের আবিরে।

বিগত বহু বছর ধরে শান্তিনিকেতনের আদলে শিলিগুড়ি কলেজ প্রাঙ্গনে আয়োজিত হয়ে আসছে বসন্ত উৎসব। ঠিক তেমনি এবছরও একইভাবে পালন করা হলো বসন্ত উৎসব। এদিন সকাল থেকেই কলেজ প্রাঙ্গনে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা ভিড় জমাতে থাকেন। তবে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সে কারণে বেলা দুটো থেকে শিলিগুড়ি কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয় বসন্ত উৎসবের। এই দিনের এই উৎসবে শুধু বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরাই নয় বরং কলেজের অধ্যাপক অধ্যাপিকারাও এই বসন্ত উৎসবে শামিল হন। গানের তালে তালে দোল খেলায় মেতে ওঠেন সকলে। এছাড়াও অন্যান্য কলেজ থেকেও পড়ুয়ারা এদিন শিলিগুড়ি কলেজের বসন্ত উৎসবে যোগ দেন।


শিলিগুড়ি কলেজের এক প্রাক্তন ছাত্র জানান, শান্তিনিকেতন বোলপুরের পর শিলিগুড়ি কলেজে সর্ব বৃহৎ রূপে বসন্ত উৎসব পালন করা হয়। যেখানে শুধু শিলিগুড়ি কলেজের ছাত্র-ছাত্রীদেরই নয় বরং শিলিগুড়ির অন্যান্য কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করে। তাই প্রত্যেক বছরের মতো এবছরও বিপুলসংখ্যক ভিড় জমায়েত হয়েছে শিলিগুড়ি কলেজ প্রাঙ্গনে। পাশাপাশি সকলের জন্য যেমন রয়েছে আবিরের ব্যবস্থা ঠিক তেমনি রয়েছে মিষ্টিমুখেরও ব্যবস্থা। এছাড়াও গান বাজনার ও আয়োজন থাকছে কলেজ প্রাঙ্গনে।