পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ বৃদ্ধিতে জোর

Emphasis on increasing public connection with the police


পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ বৃদ্ধিতে জোর। জলপাইগুড়ি জেলার বানারহাট থানায়। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ অনুষ্ঠিত হলো আপনার অফিসারের সাথে সাক্ষাৎ কর্মসূচি। সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক ও সংযোগ বাড়াতে নয়া উদ্যোগ জলপাইগুড়ি জেলা পুলিশের। বানারহাট থানায় আজ অনুষ্ঠিত হলো আপনার অফিসারের সাথে সাক্ষাৎ কর্মসূচি।

আগামী দিনে জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্ভুক্ত বাকি থানাগুলোতে এ ধরনের কর্মসূচি গ্রহণ করবে বলে জানা গিয়েছে জেলা পুলিশের তরফ থেকে।

পুলিশ নিয়ে একটি ভীতি চিরকালই রয়েছে সাধারণ মানুষের মধ্যে। সেই ভীতি কাটাতেই মানুষের সঙ্গে নিবিড় সুসম্পর্ক গড়ে তোলার উপর জোর দিল বানারহাট থানার পুলিশ।

এই কর্মসূচিতেই এলাকার সাধারণ মানুষ জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের কাছে এলাকার সমস্যা, অভাব অভিযোগ সরাসরি বানারহাট থানার আইসি বিরাজ মুখোপাধ্যায় ও ধুপগুড়ির এসডিপিও গ্যালসেন লেকচার কাছে উপস্থাপন করলেন। যদিও সমস্তটাই পুলিশ আধিকারিকরা শুনে সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।