খেলার শেষ দিনে মঞ্চে হাজির তিন অভিনেত্রী
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:
সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় তৃতীয় বর্ষের তিনদিন ব্যাপী স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় রবিবার দিন লেফ্ট ব্যাংকের ময়দানে।
এদিন ফাইনাল খেলায় ময়দানে দর্শকদের ভিড় ছিলো দেখার মত। তাছাড়া খেলা প্রেমীদের উৎসাহ প্রদান করতে এদিন লেফ্ট ব্যাংক ময়দানে উপস্থিত হন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী সহ মডেল সোনামনি সাহা,অন্তরা পাল ও অপর্ণা দে। তারা এদিন স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায়ের চিত্রতে মাল্যদান করে, ময়দানে গিয়ে খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করে তাদের মনোবল বৃদ্ধি করেন। এবং মাঝ ময়দানে বেলুন ও পায়রা উড়িয়ে শাস্তির বার্তাদেন।
এছাড়াও ময়দানে উপস্থিত ছিলেন যুব নেতা মুকুল উপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান,ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী সহ আরো অনেকে।
পাশাপাশি এদিন ময়দানে উপস্থিত হন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের স্ত্রী সুচিস্মিতা উপাধ্যায়,ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ আরো অনেকে। এদিন যেখানে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় আল্লাডি পঞ্চায়েত বনাম কল্যা পঞ্চায়েতের মধ্যে। যেই খেলায় জয়লাভ করেন কল্যা গ্রাম পঞ্চায়েত। জয়ী দলের হাতে নগদ ৫০হাজার টাকা ও একটি সুন্দর কাপ প্রদান করা হয় এবং পরাজিত দলকে ৪০হাজার টাকা ও একটি সুন্দর কাপ প্রদান করা হয়।
তাছাড়া ফাইনালে দুই দলের খেলোয়াড়দের ইন্ডিভিজুয়াল পুরস্কারও বিতরণ করা হয়। তাছাড়া স্থানীয় খেলোয়াড়কে একটি ইলেকট্রনিক স্কুটি দেওয়া হয়।
এদিন শ্রমিক নেতা মনোজ তেওয়ারী ও যুবনেতা মুকুল উপাধ্যায় জানান প্রতি বছরের মত এই বছরও ১১টি পঞ্চায়েত এবং একটি স্থানীয় দলকে নিয়ে টুর্নামেন্টের শুভারম্ভ করা হয়েছিলো। যার ফাইনাল খেলা রবিবার অনুষ্ঠিত হয়। এদিন খেলা প্রেমীদের উৎসাহ বাড়াতে বাংলা চলচ্চিত্র জগত থেকে তিনজন অভিনেত্রী মডেল উপস্থিত হয়। কারণ এই খেলা দিনের পর দিন মানুষের কাছে লোকপ্রিয় হয়ে উঠেছে তার প্রমাণ হচ্ছে ময়দানে আজকের এই দর্শন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊