‘ভারতীয়’ রাচিনের ব্যাটেই সেমিতে ভারত, বিদায় বাংলাদেশ-পাকিস্তানের!

Rachin Rabindra


রাচিন রবীন্দ্রের ব্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে গেল ভারত। ভারতীয় হয়েও জিতিয়ে দিলেন নিউজিল্যান্ডকে। ভারতীয় বংশোদ্ভুত রাচিন রবীন্দ্র। বাবা-মা দু’জনেই ভারতীয় বংশোদ্ভূত। থাকতেন বেঙ্গালুরুতে। তাঁর ব্যাটেই বাংলাদেশকে হারিয়ে সেমিতে পৌঁছে গেল নিউজিল্যান্ড আর চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় নিল বাংলাদেশ ও আয়োজক দেশ পাকিস্তান।

এদিন বাংলাদেশের তোলা ২৩৬/৯-এর জবাবে ৪৬.১ ওভারে সেই রান তুলে দিল নিউ জ়‌িল্যান্ড। লক্ষ্যে পৌঁছাতে রাচিনের ইনিংস বিশাল গুরুত্ব পায়। উইল ইয়ং ও কেন উইলিয়ামসন (৫) ফিরতেই ম্যাচের হাল ধরেন রাচিন। কনওয়ে ফেরার পর লাথামকে নিয়ে উইকেটে খুঁটি ধরে থাকেন রাচিন। রাচিন (১১২) এবং লাথামকে (৫৫) ফেরার পর দলকে অনায়াসে জিতিয়ে দিলেন গ্লেন ফিলিপস এবং মাইকেল ব্রেসওয়েল।

ভারত এবং নিউ জ়‌িল্যান্ড দুই দেশেরই এখন চার পয়েন্ট। দুই দেশই হারিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানকে। গ্রুপের প্রথম দুই দল হিসাবে ভারত এবং নিউ জ়িল্যান্ডের শেষ করা নিশ্চিত। কারণ পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে যে-ই জিতুক, তার চার পয়েন্ট হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গেল দুই দেশই। এ বার ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচে ঠিক হবে গ্রুপের শীর্ষে কোন দেশ শেষ করবে।

আইসিসি প্রতিযোগিতায় মাত্র ১১টি ম্যাচ খেলে চারটি শতরান হল রাচিনের। নিউ জ়‌িল্যান্ডের কোনও ক্রিকেটারের এই কৃতিত্ব নেই। ২০২৩ এক দিনের বিশ্বকাপে তিনটি শতরান করেছিলেন রাচিন। ভারতীয় পরিবারে জন্ম রাচিনের। বাবা রবি কৃষ্ণমূর্তি পেশায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। মা দীপা গৃহকর্ত্রী। ১৯৯০-এর দশকে বেঙ্গালুরু থেকে ওয়েলিংটনে আসেন। রাচিন নিউ জ়িল্যান্ডের হয়ে দু’বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। এক বার ২০১৬-য়, আর একবার ২০১৯-এ। দেশের হয়ে এখন তিন ফরম্যাটেই নিয়মিত খেলছেন।