রূপনারায়ানপুর থেকে গৌরান্ডি যাওয়ার রাস্তার সংস্কারের কাজের উদ্বোধন
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:
বুধবার দিন আনুষ্ঠানিক ভাবে রূপনারায়ানপুর থেকে গৌরান্ডি যাওয়ার রাস্তার সংস্কারের কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান।এদিন তিনি ফিতে কেঁটে নারকেল ফাটিয়ে কাজের উদ্বোধন করেন।
দীর্ঘ দিন ধরে রাস্তার দশা ছিলো খারাপ অবশেষে রাস্তাটি সংস্কার হচ্ছে শুনে খুশি এলাকার মানুষ। রূপনারায়ণপুর আমডাঙ্গা মোড় থেকে গৌরাংডি হাটতলা পর্যন্ত ৯ কিলোমিটার ১৫০ মিটার দীর্ঘ রাস্তাটির পূর্ণ সংস্কারের জন্য ৫ কোটি ৩২ লাখ ১২ হাজার ৪০০ টাকা মঞ্জুর হয়েছে।
এদিন মহম্মদ আরমান জানান জেলা পরিষদের তত্ত্বাবধানে আইআর ডিএফ তহবিল থেকে প্রাপ্ত অর্থে পশ্চিমবঙ্গ গ্রামীণ সড়ক যোজনার অন্তর্ভুক্ত এই রাস্তার কাজ এক বছরের মধ্যে সম্পূর্ণ হবে। রাস্তাটির দেখভালের দায়িত্ব পরবর্তী পাঁচ বছর সংশ্লিষ্ট ঠিকাদার বহন করবেন।
রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার আগেই পি এইচ ই যাতে জলের পাইপ বসানোর কাজ এই রাস্তার ধারে সম্পূর্ণ করে নেয় সেই বিষয়ে তাদের জানিয়ে দেওয়া হয়েছে।
তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা বেবি মণ্ডল, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊