আগ্নেয়াস্ত্রসহ ‍ এক যুবককে গ্রেফতার করল নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ

Police


গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গোবরা ছাড়া কিশামত মোকরারী এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ ‍ এক যুবককে গ্রেফতার করল নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার রাতে কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এই তথ্য জানান। 



জানা গেছে এদিন সন্ধ্যা ৬. ৩৫ মিনিট নাগাদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে কিশামত মোকরারি এলাকায় রুবেল মিয়া নামে এক যুবকের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়িতে থাকা গদির নিচ থেকে একটি দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দেশীয় পিস্তল ও গুলি বাজেয়াপ্ত করা ছাড়া আর রুবেল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। 



পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দেশীয় পিস্তল বিক্রি করার উদ্দেশ্যেই নিজের কাছে রেখেছিল রুবেল মিয়া। গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ হানা দেয়। তারপরেই মেলে সাফল্য। ইতিমধ্যে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।