নেই কোহলি, দুই অভিষেক, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ODI-এ টসে হারলো ভারত

ODI Cricket


আজ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেট খেলতে নামলো ভারত। এদিন টসে হেরে যায় রোহিত। টস জিতে ভারতকে প্রথম বল করতে পাঠালো ইংল্যান্ডের অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচের আগে ধাক্কা বিরাট কোহলি খেলছেন না।

টস করতে এসে রোহিত শর্মা জানালেন, কোহলির হাঁটুতে হালকা চোট রয়েছে। বুধবারই সেই চোট পেয়েছেন। ভারতীয় দলে দু’জন ক্রিকেটারের অভিষেক হচ্ছে। ভারতীয় দলে দুই নবাগত যশস্বী যসোয়াল ও হর্ষিত রানা। দু’জনেই এর আগে টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন। এক দিনের ক্রিকেটেও এ বার তাঁদের অভিষেক।


অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর এই প্রথম মাঠে নামছেন রোহিত। বিশ্বকাপের পর আবার এক দিনের দলে ফিরলেন মহম্মদ শামি। কোহলি না খেলায় শ্রেয়স আয়ারকে তিনে খেলতে হবে। চারে শুভমন গিল। উইকেট কিপার হিসেবে রয়েছে কে এল রাহুল। ভারত খেলছে দুই পেসার, এক স্পিনার এবং তিন অলরাউন্ডারে।



ভারতের প্রথম একাদশ: 

রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আয়ার, শুভমন গিল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি।