কাল থেকে মাধ্যমিক, কতটা সেন্টার, কতজন পরীক্ষার্থী দিনহাটা মহকুমায়?
আগামীকাল ১০ই ফেব্রুয়ারি শুরু হতে চলেছে ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা। গোটা রাজ্যের সাথে সাথে কোচবিহার জেলার দিনহাটা মহকুমাতেও রয়েছে মাধ্যমিক পরীক্ষার ভেন্যু। ছাত্র জীবনের প্রথম এই বড় পরীক্ষা নিয়ে বেশ উদ্দীপনা থাকে পরীক্ষার্থী ও অভিভাবক অভিভাবকদের মধ্যে। সাধারণত মনে করা হয় এই পরীক্ষার মধ্য দিয়েই ছাত্র জীবনের সবথেকে বড় প্রতিযোগিতা শুরু।
ইতিমধ্যেই গোটা রাজ্যের সাথে সাথে দিনহাটা মহাকুমার মূল সেন্টার ও ভেন্যুগুলো তৈরি হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। জানা যাচ্ছে এ বছর দিনহাটা মহকুমাতে মোট সেন্টার রয়েছে ৭টি, মোট ভেন্যু ২৬টি। প্রশাসনের নিরাপত্তার বেষ্টনীতে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা। আগেই পর্ষদের তরফে সমস্ত রকম নির্দেশিকা দেওয়া হয়েছে। সকাল ১০টা বেজে ৪৫ মিনিট থেকে শুরু হচ্ছে এবছরের পরীক্ষা।
জানা গেছে, দিনহাটা মহকুমায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৬৬০ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৫৬ জন এবং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৪২০৪ জন। গোটা রাজ্যে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তাদের মধ্যে ছেলে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন এবং মেয়ে ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ১০ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাবে সকাল ১০টা ৪৫-এ। পরীক্ষা চলবে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊