লোটাদেবী পুজো ও মেলাকে কেন্দ্র করে জমজমাট করলাভ্যালি চা বাগান এলাকা

Lota Devi Puja and fair


লোটাদেবী পুজো ও মেলাকে কেন্দ্র করে বেশ জমজমাট হয়ে ওঠেছে প্রত‍্যন্ত করলাভ্যালি চা বাগান এলাকা।

উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হচ্ছে এখানে। লোটাদেবীর মন্দিরের সামনেই রয়েছে একটি ছোট্ট পুকুর। শতবর্ষ প্রাচীন এই পুকুরকে ঘিরেই রয়েছে লোটাদেবী মন্দিরের নানা রহস্য। যা ভক্তদের আরও বেশি করে কাছে টানে এখানে।

মন্দিরের আসা ভক্ত ও স্থানীয় মানুষদের বিশ্বাস লোটাদেবীর কাছে কেউ কিছু মানত করে কখনও খালি হাতে ফিরে যায়নি। লোটাদেবীকে নিয়ে এখনও নানা গল্পকথা প্রচলিত রয়েছে স্থানীয় জনমানসে।

গ্রামের মানুষেরা বলেন, মায়ের মন্দিরের কাছে থাকা ওই পুকুরের সামনে দাঁড়িয়ে রাতে কিছু চেয়ে গেলে পরদিন সকালেই তা পুকুরের জলে ভেসে ওঠে। একই সঙ্গে ভেসে ওঠে একটি করে লোটা। এমন ঘটনা অনেকবারই ঘটেছে। সেই থেকে এই মন্দিরের নাম হয়েছে লোটাদেবী মন্দির।

মন্দিরের আসা ভক্ত ও স্থানীয় মানুষদের বিশ্বাস লোটাদেবী মায়ের কাছে কেউ কিছু মানত করে কখনও খালি হাতে ফিরে যায়নি। মানুষের এই বিশ্বাস নিয়ে গত‌ ৬৮ বছর ধরে মেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে।