মহাকুম্ভে পুন্যস্নান করে ফেরার পথে ট্রেনে মৃত্যু শিলিগুড়ির এক ব্যক্তির

A man from Siliguri died in a train accident while returning from the Mahakumbh.

শিলিগুড়ি : কুম্ভে গিয়ে প্রাণ হারালেন শিলিগুড়ির বাসিন্দা রমেশ জয়সওয়াল। তিনি শিলিগুড়ির রাজিব মোড় এলাকায় তার স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে থাকতেন।


পরিবারের সদস্যরা জানান, গত ৭ই ফেব্রুয়ারি রমেশ বাবু তার এক বন্ধুর সাথে কুম্ভের উদ্দেশ্যে রওনা দেন ও পূর্ণ স্নান করে ১০ই ফেব্রুয়ারি রাজধানীতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। আর সেখানেই ঘটে বিপত্তি। ট্রেনের ভিড়ে তার শারীরিক অবনতি দেখা দিতে শুরু করে, অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেনেই মৃত্যু ঘটে তার।


এইদিন রমেশ জয়সওয়ালের দেহ ১১ নাম্বার ওয়ার্ডে অবস্থিত তার আদি বাড়িতে নিয়ে আসা হয়।