মানহুঁশসেবাশ্রম ও একচক্রা নগরী উন্নয়ন সমিতির পক্ষ থেকে রাধাগোবিন্দের আবির্ভাব দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী হরিনাম সংকীর্তন

Harinam Sankirtan


মানহুঁশসেবাশ্রম ও একচক্রা নগরী উন্নয়ন সমিতির পক্ষ থেকে রাধাগোবিন্দের আবির্ভাব দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী হরিনাম সংকীর্তন সহ পূজার আয়োজন করা হলো ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত চাল্যজোয়া গ্রামে। উল্লেখ্য ২০২৩ সালের মাঘ মাসে চাল্যজোয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাধাগোবিন্দের মন্দির করার লক্ষ্যে ভিত পুজো করা হয়। ঠিক তারপর থেকেই ধাপে ধাপে শুরু হয় মন্দির নির্মাণের কাজ আর সেই মন্দির নির্মাণ হওয়ার পর আজ রাধা গোবিন্দের মূর্তি স্থাপন করে পূজোর আয়োজন করা হলো মন্দির প্রাঙ্গণে। 


শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১ টা পর্যন্ত চাল্যজোয়া বাজার থেকে চাল্যজোয়া গ্রাম পরিক্রমা করল হরিনাম সংকীর্তন। ঠিক তারপর বেলা ১২টা থেকে বৈকাল ৪টে পর্যন্ত চলে রাধা গোবিন্দের পূজা পাঠ। এ বিষয়ে মানহুঁশসেবাশ্রম ও একচক্রা নগরী উন্নয়ন সমিতির পক্ষ থেকে জানা যায় এই অনুষ্ঠান চলবে আগামী ৫ দিন ধরে। 



জানা যায় রবিবার ৯ই ফেব্রুয়ারি সকাল ৮টায় হবে পূজা পাট ও বিশ্ব কল্যাণ শান্তি প্রদীপ প্রজ্জ্বলন। ধর্ম সভা ও সাহিত্য সভা। ১০ই ফেব্রুয়ারি সকাল ন'টা থেকে আরম্ভ হবে অষ্টকালীন রাধা গোবিন্দের লীলা কীর্তন। ১১ই ফেব্রুয়ারি হবে সকাল ৮টা থেকে কুঞ্জবন ও সন্ধ্যায় বাউল গান। এছাড়াও ১২ই ফেব্রুয়ারি অর্থাৎ পঞ্চম দিনে সকাল ন'টা থেকে হবে কবিগান ও বেলা ১২টা থেকে এলাকার ভক্তদের জন্য থাকছে মহাপ্রসাদের আয়োজন।