বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে ইলেকট্রিক অফিসে ডেপুটেশন

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে ইলেকট্রিক অফিসে ডেপুটেশন



মধুসূদন রায়, ময়নাগুড়িঃ 

বিদ্যুৎ বিল মুকুবের দাবীকে সামনে রেখে প্রায় দুইশত কর্মী সমর্থক নিয়ে ময়নাগুড়ি ইলেকট্রিক অফিসে ডেপুটেশন প্রদান GCPA- এর। আজ বুধবার দুপুর ২টা নাগাদ ময়নাগুড়ি শহরে ঝান্ডা হাতে শ্লোগান এবং রেলির মধ্য দিয়ে ইলেকট্রিক অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। তাদের এই রেলি শুরু হয় ময়নাগুড়ি ফুটবল খেলার মাঠ থেকে। এরপর ময়নাগুড়ি ট্রাফিক মোড় হয়ে দুর্গাবাড়ি পর্যন্ত ঘুরে এসে ময়নাগুড়ি ইলেকট্রিক অফিসে ডেপুটেশন জমা দেন কর্মী সমর্থকরা। তাদের এই রেলিতে পায়ে পা মিলিয়েছেন দুই শতাধিকেরও বেশি কর্মী সমর্থকরা।

সংগঠন সূত্রে জানা যায়, দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা তথা রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মনের নির্দেশে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক কমিটির সদস্যদের নিয়ে তাদের আজকের এই ডেপুটেশন প্রদান কর্মসূচি পালন করা হয়।

আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জি সি পি এর জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক মোহন রায় প্রামানিক, ময়নাগুড়ি ব্লক সেক্রেটারি সুবল বর্মন, সভাপতি বাপ্পী রায়, ময়নাগুড়ি ব্লক সহ সেক্রেটারি মধুসূদন রায় সহ জেলা এবং ব্লক কমিটির বিভিন্ন কর্মীরা।

সংগঠনের সদস্যরা সাফ জানিয়ে দেয়, ভারত ভুক্তি চুক্তি অনুসারে তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।