আজ প্রকাশিত হতে চলেছে একলব্য মেধা অন্বেষণের ফল

একলব্য মেধা অন্বেষণ

আজ প্রকাশিত হতে চলেছে একলব্য মেধা অন্বেষণের ফল। আজ ৬ই ফেব্রুয়ারি একলব্য প্রকাশনী আয়োজিত প্রথম থেকে চতুর্থ শ্রেণীর মেধা পরীক্ষা একলব্য মেধা অন্বেষণের ফল প্রকাশ হতে চলেছে। জানা যাচ্ছে আজ এই পরীক্ষার ফল প্রকাশের সাথে সাথে সম্ভাব্য প্রথম দশের মেধা তালিকা প্রকাশ করবে সংস্থা। 


গত বছর নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে কোচবিহার ও আলিপুরদুয়ার দুই জেলায় দফায় দফায় একাধিক সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীরা কৌতুহলের সাথে এই পরীক্ষায় অংশগ্রহণ করে। আজ সেই পরীক্ষার ফল। স্বাভাবিক ভাবেই ফলের দিকে তাকিয়ে রয়েছে ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবকরা। 


সূত্রের খবর, এ মাসেই পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সম্ভাব্য ফেব্রুয়ারীর তৃতীয় সপ্তাহে রাজার শহর কোচবিহারের কোনো হলঘরেই এই পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষা নিয়ামক ফজলে রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ ফল প্রকাশের পরে বিস্তারিত তথ্য জানানো হবে। প্রতিটি ক্লাসে একাধিক ভালো ফল হয়েছে। ফল প্রকাশ হলেই সবটা স্পষ্ট হবে। 


ফল কোথায় দেখবেন? 

সংবাদ একলব্য অনলাইন নিউজ পোর্টালের অফিশিয়াল ওয়েবসাইট www.sangbadekalavya.in -এ নিজেদের ফল জানতে পারবে ছাত্র ছাত্রীরা। পাশাপাশি এখানেই জানা যাবে মেধা তালিকায় স্থান পাওয়া কৃতিদের নাম।