Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিয়মরক্ষার ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঝড়

নিয়মরক্ষার ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঝড় 

Abhishek


টি-টোয়েন্টিতে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঝড়। মাত্র ৩৭ বলে শতরান করলেন অভিষেক। অল্পেই রক্ষা পেলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ৩৫ বলে শতরান করার নজির রয়েছে রোহিতের। ২ বল কম খেলে শতরান করলেই রোহিতকে ছুঁয়ে যেত দ্বিতীয় টি টোয়েন্টি শতরানের মালিক। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম শতরান হাঁকান অভিষেক। 


সিরিজ়ের প্রথম ম্যাচে ইডেনে ৭৭ রান করেছিলেন অভিষেক। কিন্তু পরের তিনটি ম্যাচে রান পাননি তিনি। কিন্তু এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অভিষেক। মাত্র ১৭ বলে ৫০ রান করেন তিনি। উইকেটের সামনে বেশির ভাগ ছক্কা মারেন অভিষেক। ছক্কা মারার সময় পেশি শক্তির বদলে টাইমিংয়ের উপর জোর দেন। তার ছক্কা গুলো ছিল টাইমিংয়ের ওপর। তাই নিয়মরক্ষার ম্যাচে দুর্দান্ত বিনোদন উপভোগ করা গেল।
 

শতরানের পথে পাঁচটি চার ও ১০টি ছক্কা মারেন তিনি। আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির ব্য়াটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্ট শতরান করলেন অভিষেক। ২০২৩-এ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১০.২ ওভারে শতরান করেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার কুইন্টন ডি’কক। এদিন ১০.১ ওভারে নিজের শতরান পূর্ণ করেন অভিষেক। 


ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড ভাঙলেন অভিষেক। রোহিত মেরেছিলেন ১০টি। অভিষেক মেরেছেন ১৩টি। শেষ পর্যন্ত ৫৪ বলে ১৩৫ রান করে আদিল রশিদের বলে আউট হন অভিষেক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code