Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘দিনের শেষে নিজের শরীরের সব অংশ ছুঁয়ে দেখি, রোজ’ অদ্ভুত কথা জানালেন তামান্না

‘দিনের শেষে নিজের শরীরের সব অংশ ছুঁয়ে দেখি, রোজ’ অদ্ভুত কথা জানালেন তামান্না 

Tamanna Bhatia


সুন্দর যাকে ছুঁয়ে যায়, যার ঝলকে যুবা হৃদয়ে ওঠে ঝড়। স্ত্রী ২-র আজ কি রাত গানে যার শরীরি হিল্লোল ঝড় তুলেছে অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার উজার করে দিলেন নিজের সৌন্দর্যের রহস্য। প্রতিদিন তিনি নাকি ছুঁয়ে দেখেন নিজের শরীরের প্রতিটি অংশ।

প্রতিটি দিনের শেষে স্নান করে ক্লান্তি দূর করেন এবং নিজের শরীরকে কৃতজ্ঞতা জানান তমন্না এমনটাই জানালেন এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে। তিনি জানান, “আমি আমার নিজের শরীরকে ভালবাসি। দিনের শেষে আমি স্নান করি এবং নিজের শরীরের প্রতিটি অংশকে ধন্যবাদ জানাই। শুনে হয়তো অদ্ভুত লাগতে পারে। কিন্তু কেন করব না? আমি জানি, প্রতি দিন কতটা পরিশ্রম করতে হয়। তাই দিনের শেষে বাড়ি ফিরে শরীরের প্রতিটি অংশ ছুঁয়ে দেখি। তার কারণ, গোটা দিন আমার শরীরই আমার সঙ্গে থাকে।”

তমন্নাকে শেষ দেখা গিয়েছে ‘সিকন্দর কা মুকদ্দর’ ছবিতে। এর আগে ‘স্ত্রী ২’ ও ‘বেদা’ ছবিতে দেখা গিয়েছে। আগামী দিনে অশোক তেজার পরিচালিত ছবিতে ‘ওডেলা ২’-তে দেখা যাবে। এই মুহূর্তে তামান্নার রুপের ঝলক, শরীরি হিল্লোল অনুরাগীদের মনকে জয় করেছে তা বলাই যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code