Ekalavya Medha Anweshan 2024 Result: প্রকাশিত হলো একলব্য মেধা অন্বেষণ ২০২৪ এর ফলাফল


Ekalavya Medha Anweshan 2024 Result: প্রকাশিত হলো একলব্য মেধা অন্বেষণ ২০২৪ এর ফলাফল



একলব্য রেফারিড জার্নালের গবেষক গোষ্ঠীর তত্বাবধানে একলব্য প্রকাশনীর ব্যবস্থাপনায় বাংলা মাধ্যমের প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য ২০১৯ সাল থেকে শুরু হয় একলব্য মেধা অন্বেষণ (Ekalavya Medha Anweshan) । করোনার কারনে পর পর তিন বছর বন্ধ থাকবার পর ২০২৩ সালে পুনরায় শুরু হয় এই পরীক্ষা। একদম নতুনভাবে নতুন উদ্যোমে আবারো শুরু হওয়া পরীক্ষায় অংশগ্রহন বিগত বছরের থেকে ক্রমশ বৃদ্ধি পেয়েছে।


মোট ৯ টি পরীক্ষাকেন্দ্রে ২০২৪ এর ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া একলব্য মেধা অন্বেষণ (Ekalavya Medha Anweshan 2024) পরীক্ষা ২৫ ডিসেম্বরে, ২০২৪ এ শেষ হয়েছে। ২০২৪ এ একলব্য মেধা অন্বেষণ পরীক্ষায় নতুন জেলা হিসাবে দার্জিলিং জেলা যুক্ত হয়েছে।


পরীক্ষা নিয়ামক ফজলে রহমান জানান- "একলব্য মেধা অন্বেষণের ২০২৪ বর্ষের পরীক্ষায় অভিভাবকরা যেভাবে আস্থা রেখেছেন তা আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। পরীক্ষা পদ্ধতিতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সেন্টার ইনচার্জ, এবং একাধিক ইনভিজিলেটর দের তত্ত্বাবধানে পরীক্ষা সুন্দরভাবে পরিচালিত হয়। পরীক্ষা নিয়ে কোন অভিযোগ আসেনি।"


তিনি আরও জানান, একলব্য মেধা অন্বেষণ ২০২৪ এর ফলাফল (Ekalavya Medha Anweshan 2023 Result) পূর্ব ঘোষণা অনুসারে ৩১ জানুয়ারী প্রকাশ করা হলো। পরীক্ষার্থী বা অভিভাবকরা সংবাদ একলব্যের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্লাস সিলেক্ট করে ফলাফল দেখতে পাবেন।


এবছর প্রথম শ্রেণিতে ৯৩ নাম্বার পেয়ে প্রথম হয়েছে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র সম্রাট বর্মন, ৮৮ নাম্বার পেয়ে দ্বিতীয় হয়েছে রামকৃষ্ণ মঠ শিশু বিদ্যাপীঠের ছাত্র শাবনাম আলম , ৮৬ নাম্বার পেয়ে যুগ্ম ভাবে তৃতীয় হয়েছে নবোদয় গুরুকুল কিডজির আলিফ রহমান এবং লাবিব আলম। ৮৪ পেয়ে চতুর্থ হয়েছে বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র তাবাসুম পারভিন এবং ৮২ পেয়ে পঞ্চম হয়েছে সোনাপুর নেস্ট চিলড্রেন স্কুলের ছাত্র ধৃতি রায়।


দ্বিতীয় শ্রেণিতে ৮৮ নাম্বার পেয়ে প্রথম হয়েছে বাসন্তীরহাট শিশু মন্দিরের ছাত্র মেঘাদিত্য সরকার, ৮৫ পেয়ে দ্বিতীয় হয়েছে নবোদয় গুরুকুল কিডজির ছাত্র ইফসিতা নাজমিন, ৮৩ পেয়ে তৃতীয় হয়েছে রামকৃষ্ণ মঠ শিশু বিদ্যাপীঠের ছাত্র রেজওয়ান তানভির। ৮১ পেয়ে যুগ্ম ভাবে চতুর্থ হয়েছে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র পিউ বর্মন এবং নবোদয় গুরুকুল কিডজির ছাত্র ফিরদৌস হক। ৭৮ পেয়ে পঞ্চম হয়েছে সাহেবগঞ্জ মডেল স্কুলের নিকিতা বর্মন।




তৃতীয় শ্রেণিতে ৮৩ পেয়ে প্রথম হয়েছে সাহেবগঞ্জ মডেল স্কুলের ছাত্র দেবাঞ্জন বর্মন, ৮১ পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে সরস্বতী শিশু মন্দিরের ছাত্র অনিন্দিতা বর্মন এবং সাহেবগঞ্জ মডেল স্কুলের ছাত্র কৃতি রায়। ৮০ পেয়ে মোট ৩ জন তৃতীয় হয়েছে- নাজিরহাট ঈশান স্মৃতি শিশু নিকেতনের ছাত্র দ্বীপায়ন সরকার, সাহেবঞ্জ মডেল স্কুলের ছাত্র রেহানা ইয়াসমিন এবং সোনাপুর নেস্ট চিলড্রেন স্কুলের ছাত্র প্রিয়ানশু সরকার। ৭৭ পেয়ে যুগ্মভাবে চতুর্থ হয়েছে নাজিরগঞ্জ আর আর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বনিতা দত্ত এবং নাজিরহাট ঈশান স্মৃতি শিশু নিকেতনের ছাত্র গৌরব সরকার। ৭৬ পেয়ে যুগ্মভাবে পঞ্চম হয়েছে বিদ্যানিকেতনের ছাত্র পাখি রায় এবং নাজিরহাট ঈশান স্মৃতি শিশু নিকেতনের ছাত্র প্রণব বর্মন।


চতুর্থ শ্রেণিতে ৯৩ পেয়ে প্রথম হয়েছে শিশু মালঞ্চ দিনহাটা স্কুলের রাফি ইয়াসমিন, ৮৮ পেয়ে দ্বিতীয় হয়েছে শিশু মালঞ্চ দিনহাটা স্কুলের মৌসম হোসেন, ৮৩ পেয়ে যুগ্মভাবে তৃতীয় সাহেবগঞ্জ মডেল স্কুলের অনিরুদ্ধ কুমার দাস এবং শিশু মালঞ্চ দিনহাটার ছাত্র সপ্রতিভ সরকার। ৭৯ পেয়ে চতুর্থ হয়েছে সাহেবগঞ্জ মডেল স্কুলের ছাত্র বিবেক বর্মন । ৭৮ পেয়ে যুগ্মভাবে পঞ্চম হয়েছে সাহেবগঞ্জ মডেল স্কুলের ছাত্র ন্যান্সি দাস এবং শিশু মালঞ্চ দিনহাটা স্কুলের ছাত্র সোহেলা মোস্তাফি।


প্রথম শ্রেণিতে সেরা দশে রয়েছে মোট ১৪ জন, দ্বিতীয় শ্রেণিতে সেরা দশে রয়েছে মোট ১৪ জন, তৃতীয় শ্রেণিতে সেরা দশে রয়েছে মোট ১৪ জন এবং চতুর্থ শ্রেণিতে সেরা দশে রয়েছে মোট ১৫ জন। সর্বমোট ৫৭ জনকে একলব্য মেধা অন্বেষণ ২০২৪ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।


একই সাথে এবছর গুরুকুল সম্মাননা ২০২৪ এর জন্য মনোনিত হয়েছে সাহেবগঞ্জ মডেল স্কুল। এবছর সেরা দশে এই বিদ্যালয় থেকে ১১ জন পরীক্ষার্থী স্থান পেয়েছে।


একলব্য প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে সেরা দশে যে কৃতি ছাত্ররা রয়েছে তাদের কোচবিহার সাহিত্য সভায় আগামী ২৩ ফেব্রুয়ারি পুরস্কৃত করা হবে ।


একলব্য মেধা অন্বেষণ ২০২৪এর ফলাফল নিয়ে কোন সন্দেহ থাকলে খাতা পূনর্মূল্যায়নের ব্যবস্থা রয়েছে । ৭ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত খাতা পূনর্মূল্যায়ন করবার সুযোগ থাকবে। এক্ষেত্রে 7602721810 এই নাম্বারে যোগাযোগ করতে হবে। পূনর্মূল্যায়ন বাবদ ১০০ টাকা দিতে হবে। নাম্বার বৃদ্ধি পেলে ১০০ টাকা ফেরৎ দেওয়া হবে।


মেধা তালিকা ও ফলাফল দেখতে ক্লিক করুন- Website