Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাঁধাকপির ক্ষেত এখন ছাগল-গরুদের দখলে

বাঁধাকপির ক্ষেত এখন ছাগল-গরুদের দখলে

বাঁধাকপির ক্ষেত এখন ছাগল-গরুদের দখলে



বাঁধাকপির ক্ষেত এখন ছাগল-গরুদের দখলে। কৃষকরা নিজেরাই নষ্ট করে দিচ্ছে বাঁধাকবির খেত। পাচ্ছে না দাম।

বাজারে দাম নেই বাঁধা কপির। তাই এখন গরু ছাগলকে বাঁধাকপির খেতে নিয়ে বিঘার পর বিঘা নষ্ট করে খাওয়ানো হচ্ছে। খাওয়াচ্ছে চাষিরা নিজেই।

চাষিরা বলেন গত বছর বাঁধাকপির কিছুটা দাম পেলেও এবছর বাঁধাকপির দাম একেবারেই নেই। ঋণ নিয়ে বিঘা বিঘা জমি বাঁধাকপি চাষ করা হয়েছিল । কিন্তু বাঁধাকপির দাম একেবারেই নেই বাজারে।

এখন ২ থেকে ৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাঁধাকপি। বাইরে বাঁধাকপি বিক্রি করতে হলে দাম একেবারেই নেই। তার মধ্যে রয়েছে কেরিং খরচ । সব মিলিয়ে খরচ কিছুটা হলেও উঠেনা। তাই বাধ্য হয়ে এখন গরু-ছাগলকেই বাঁধাকপি খাওয়ানো হচ্ছে ।

পুরো খেত নষ্ট হয়ে গেলে আবার নতুন ফসল এর জন্য চাষ হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code