ভয়াবহ দুর্ঘটনা! বাস ও BSF এর গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১ জওয়ান, আহত ৪

Bus and bsf bolero accident


ভয়াবহ দুর্ঘটনা। বাসের সাথে বিএসএফ জওয়ানের গাড়ির মুখোমুখি সংঘর্ষ। কোচবিহারের ডোডেয়ারহাটে ঘটে এই দুর্ঘটনা। জানা যাচ্ছে ঘটনায় এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। আসাম থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই বিএসএফ জওয়ানদের গাড়িটি।

জানা গেছে, ডোডেয়ারহাট সংলগ্ন কাকড়িবাড়ি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিএসএফ জওয়ানদের। এই ঘটনায় মৃত্যু হয় এক জওয়ানের ও আহত হয় আরও চার জওয়ান। ঘটনার পর আহতদের উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বিএসএফ সূত্রে খবর, আহত চার বিএসএফ জওয়ান সেখানেই চিকিৎসাধীন রয়েছে।




অসমের ধুবড়ি থেকে বিএসএফের গাড়িটি কোচবিহার গোপালপুর বিএসএফ ক্যাম্পের উদ্দেশ্যে যাচ্ছিল বলেই খবর। ডোডেয়ারহাট সংলগ্ন কাকড়িবাড়ি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বিএসএফের বুলেরো গাড়ির ও বাসের মুখোমুখি সংঘর্ষে বিকট আওয়াজে ছুটে আসে স্থানীয় লোকজন। বিএসএফের গাড়িচালক সহ পাঁচজন জওয়ানকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা বিএসএফের গাড়িচালককে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই ব্যাপক শোরগোল পড়ে এলাকাজুড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিএসএফ জওয়ানদের গাড়িটির পাশাপাশি বাসটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।