কোচবিহারে শহরে বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ

Road Accident


ভয়াবহ দুর্ঘটনা খোদ কোচবিহার শহরে। কোচবিহার পলিটেকনিকের সামনে বাস ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে। 


জানা যাচ্ছে একটি আসামগামী বাস ও বোলেরোর মধ্যে ঘটে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনার সাথে সাথে বিকট আওয়াজ হতে উপস্থিত জনতা ছুটে আসে। স্থানীয়রা জানায়, গাড়িতে থাকা ৩-৪ জন আহত হয়েছেন তবে বোলেরোর চালক সেরকম আহত হয়নি। সামনের সিটে বসে থাকা এক মহিলা বেশি আহত হয়েছেন। ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ প্রশাসন। 



তড়িঘড়ি যান চলাচল ঘুর পথে করার ব্যবস্থা করা হয় বলে খবর। বিষয়টি প্রশাসন দেখছে। ইতিমধ্যে আসামের বাসটিকে ঘটনাস্থল থেকে সড়িয়ে নেওয়া হয়েছে এমনটাই জানা গেছে।