ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস পালন পঞ্চানন অনুগামী মঞ্চের 

Dinhata


নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনহাটায় ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস পালিত হলো। শুক্রবার সকালে দিনহাটা কলেজ সংলগ্ন পঞ্চানন ছাত্রাবাসের সামনে পঞ্চানন বর্মার মর্ম মূর্তিতে মাল্যদান এবং পঞ্চানন জীবনের নানা দিক নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পঞ্চানন অনুগামী মঞ্চ আয়োজিত ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক অশোক রায়, দেবাশীষ বর্মন সহ অন্যান্য কর্মীবৃন্দ।



অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, ঠাকুর পঞ্চানন বর্মা ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি সাধারণ মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন। সারাটি জীবন সাধারণ মানুষের উন্নয়নের জন্যে তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন।