ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, ব্যাপক শোরগোল

Tmc


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান।ব্যাপক শোরগোল পূর্ব বর্ধমানে। রায়নার বিধায়িকা ও ব্লক সভাপতির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন রায়না ২ ব্লকের বড়বৈনান পঞ্চায়েতের আদমপুর গ্ৰামের প্রায় দেড়শ পরিবারের আড়াই থেকে তিনশ বিজেপি কর্মী। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়িকা শম্পা ধারা ও রায়না ২ ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন। এছাড়া এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা।



বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর যোগদান কারি বলেন, দীর্ঘ ১৫ বছর বিজেপিতে থেকেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো সহযোগিতা না পাওয়ায় বিজেপি ছাড়েন। তারা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একের পর এক উন্নয়ন করে চলেছেন। মুখ্যমন্ত্রীর সেই উন্নয়নে সামিল হতে আজ তারা যোগদান করেন বলে জানান।




রায়না ২ ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন বলেন এই এলাকার প্রায় দেড়শটি পরিবারের আড়াইশো থেকে ৩০০ জন মানুষ আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।দীর্ঘ ১৫ বছর বিজেপিতে থেকেও তারা বিজেপি থেকে কোন সুযোগ-সুবিধা না পেয়ে তৃণমূলে যোগদান করেন। যোগদান করার বেশ কয়েকদিন আগেই তারা আমাদের কাছে লিখিত আবেদন করেন, সেই আবেদনে ভিত্তিতে আজ তাদেরকে যোগদান করানো হলো।