স্কুলে ইন্টারনেট-সহ শিক্ষা নিয়ে বাজেটে একাধিক বড় ঘোষনা নির্মলার
২০২৫-র বাজেটে শিক্ষা নিয়ে একাধিক ঘোষনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশের সমস্ত সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট ব্যবস্থা চালু হবে স্থাপিত হবে ব্রডব্যান্ড পরিষেবা। প্রযুক্তিবিদ্যায় জোর দিয়ে একাধিক আইআইটিতে (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) আসনসংখ্যা বৃদ্ধি করার কথা বলেছেন তিনি।
‘ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প’ র ঘোষনা দিলেন তিনি যার মাধ্যমে আঞ্চলিক ভাষায় পড়াশোনায় জোর দেওয়া হবে। নির্মলা বলেছেন, ‘‘নিজস্ব ভাষায় বিভিন্ন বিষয় পড়া এবং বোঝার জন্য আমরা স্কুল-কলেজে ‘ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প’ চালু করছি। এ ছাড়া, সমস্ত সরকারি মাধ্যমিক পর্যায়ের স্কুলে ব্রডব্যান্ড যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে।’’
পাশাপাশি আইআইটির আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে নির্মলা জানান, দেশের ২৩টি আইআইটিতে গত ১০ বছরে ১০০ শতাংশ আসন বৃদ্ধি করা হয়েছে। আইআইটিতে পড়ুয়ার সংখ্যা আগে ছিল ৬৫ হাজার, এখন তা বেড়ে হয়েছে ১.৩৫ লক্ষ। ২০১৪ সালের পর থেকে দেশে যে পাঁচটি নতুন আইআইটি তৈরি করা হয়েছে। পরিকাঠামোর উন্নয়নের জন্য আলাদা করে অর্থ বিনিয়োগ করা হবে। সামনেই বিহার বিধানসভা নির্বাচন। তার আগে বাজেটে বিহারের পাটনা আইআইটির কথা আলাদা করে উল্লেখ করলেন তিনি।
মেডিক্যাল কলেজগুলিতেও আসনসংখ্যা বৃদ্ধি করার কথা বলেছেন নির্মলা। আগামী অর্থবর্ষে দেশের নানা প্রান্তে মেডিক্যাল কলেজে অন্তত ১০ হাজার অতিরিক্ত আসন যোগ করা হবে। আগামী পাঁচ বছরে মেডিক্যাল কলেজগুলিতে ৭৫ হাজার আসন বৃদ্ধির লক্ষ্যমাত্রা রয়েছে কেন্দ্রের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊