Abhishek Banerjee: 'চার্জশিটে দুই জায়গায় আমার নাম, প্রমাণ করতে পারলে মৃত্যু বরণ করে নেব', চ্যালেঞ্জ অভিষেকের

Abhishek Banerjee
Abhishek Banerjee 


প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায়, CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে এবার জনৈক অভিষেক ব্যানার্জির নাম আসার পরেই জল্পনা শুরু হয়ে যায়। আজ দলের কর্মীসভায় মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়। যদিও সিবিআইয়ের চার্জশিটে জনৈক অভিষেক বন্দোপাধ্যায়ের কে, সিবিআই-এর চার্জশিটে তা স্পষ্ট করা হয়নি। আর এদিন নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মিসভা থেকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।



CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম থাকা নিয়ে তোলপাড় হচ্ছে বঙ্গ-রাজনীতি। সম্প্রতি সিবিআই সাপ্লিমেন্টারি একটি চার্জশিটে ১২ নম্বর পাতায় একটি অডিও ক্লিপের কথোপকথনের বিস্ফোরক দাবি করা হয়েছে। বলা হচ্ছে, বেআইনি নিয়োগ নিয়ে অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অডিওতে শোনা যাচ্ছে, সুজয়কৃষ্ণ ভদ্র বলছেন, যে বেআইনি নিয়োগগুলো ইতিমধ্যে হয়ে গেছে, তার জন্য অভিষেক ব্যানার্জি ১৫ কোটি টাকা চেয়েছেন।


CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম থাকা নিয়ে তোলপাড় হচ্ছে বঙ্গ-রাজনীতি। এর মাঝেই আজ দলীয় কর্মী সম্মেলনে অভিষেক বন্দোপাধ্যায় বলেন, 'CBI-এর ২৮ পাতার চার্জশিটের ২ জায়গায় আমার নাম। বাকি আর কিছু নেই, CBI-ED ভাববাচ্যে কথা বলছে। আমি সময়ে সময়ে কথা পাল্টাই না। ৫ বছর আগেও বলেছি আমার বিরুদ্ধে যদি এক কুচিও প্রমাণ ইডি সিবিআই আদালতে দিতে পারেন তাহলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব।'