কুয়াশার চাদরে ঢাকতে চলেছে পশ্চিমবঙ্গ, আবহাওয়ার বড় আপডেট

Winter season


কুয়াশার চাদরে ঢাকতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামী তিনদিন সারা বাংলা জুড়ে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। এমনটাই আবহাওয়া দফতরের আপডেট। আগামী তিনদিন বিশেষ করে 23 এবং 24 তারিখ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঘন কুয়াশা চাদরে ঢাকা থাকবে। আগামী দিনে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গতেও কুয়াশা সতর্কতা জারি করা হচ্ছে। দু-তিনদিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দক্ষিণ ও উত্তরবঙ্গের মোটামুটি সব জেলাতেই।

দক্ষিণবঙ্গের কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। এর মধ্যে আগামী ৩ দিন ঘন কুয়াশায় ঢাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা।




উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। হতে পারে তুষারপাত। ২৪ জানুয়ারি শুক্রবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এর পার্বত্য এলাকায়। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নীচে। দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দু-দিনে উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়বে। তার প্রভাবে বদলাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার আবহাওয়া।