স্যালাইন, ইনজেকশন দিতেই সি সি ইউতে প্রসূতি- চাঞ্চল্য জলপাইগুড়িতে

Obstetrics in CCU with injection of saline, Jalpaiguri



স্যালাইন, ইনজেকশন দিতেই সি সি ইউতে প্রসূতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগ, পুত্র সন্তান প্রসব করে ভেন্টিলেশনে মা, অভিযোগ দায়ের হতেই পাঁচ সদস্যের তদন্তকারী দল গঠন।

সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়ে কোতয়ালী থানার দ্বারস্থ অসহায় পরিবার।

ঘটনা প্রসঙ্গে পরিবারের পক্ষ থেকে জানানো হয়- ঘটনার সূত্রপাত ইংরেজি ২৯/১২/২৪ শে, কোতয়ালী থানার অন্তর্গত নন্দন কচুয়া গ্রামের বাসিন্ধা উত্তম মাতব্বর স্ত্রী সান্তনা মাতব্বরকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীন মাতৃমা প্রসূতি বিভাগে ভর্তি করান, সেই রাতেই সান্তনা দেবী একটি পুত্র সন্তানের জন্ম দেন, এর দুদিন পর ৩১/১২/২৪ প্রসূতির পেটে যন্ত্রণা সহ অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় কর্তব্যরত চিকিৎসক এবং নার্স সান্তনা মাতব্বরকে দুটি ইনজেকশন দেন, কিন্তু এর ঠিক তিন দিন পর থেকে রুগীর প্রস্রাব সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে গেলে চিকিৎসকেরা রুগীকে ২/১/২৫ রাতেই সি সি ইউ তে স্থানান্তরিত করে দেন।

পরবর্তীতে রুগীর অবস্থা আরো সংকট জনক হয়ে গেলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করে,সেই থেকেই কৃতিম যন্ত্রের সাহায্যে মৃতুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কয়েক দিন আগেই পুত্র সন্তানের জন্ম দেওয়া মা।

রোগীর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে-'আমরা এই ঘটনার তদন্ত দাবি করে অভিযোগ দায়ের করেছি,কারন আমাদের রুগীকে স্যালাইন,ইনজেকশন দেওয়া হয়েছে, আর বর্তমানে স্যালাইন নিয়ে যে সব খবর সংবাদ মাধ্যমে দেখছি তাতে আমরা চিন্তিত।'

অপরদিকে এই ঘটনার খবর পেতেই এবং অভিযোগ দায়ের করতেই পাঁচ সদস্যের একটি তদন্তকারী দল গঠন করেছেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের এম এস ভি পি ,বলে সূত্রের খবর।