তিনদিন ব্যাপী ফ্রি চক্ষু পরীক্ষা শিবির ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ে
ন্যাশনাল সার্ভিস স্কিমের অধীনে ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপী ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা শিবির। ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যাঁদের চোখে সমস্যা আছে বা যারা চোখের স্বাস্থ্য পরীক্ষা করাতে ইচ্ছুক তাঁদেরকে নিয়েই এই ক্যাম্প ১৯ থেকে ২১শে জানুয়ারি। এদিন এই চক্ষু পরীক্ষা শিবিরে দেখা গেল ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে লম্বা লাইন করে নিজেদের চোখের স্বাস্থ্য পরীক্ষা করতে হাজির হয়েছেন।
শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের উদ্যোগে ও ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের NSS ইউনিটের সহযোগিতায় এই ফ্রি আই চেক আপ ক্যাম্পে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অতি নিপুন দক্ষতায় পরিচালনা করছে সেই চিত্রও ফুটে উঠেছে। অফিশিয়াল ব্যস্ততার ফাঁকে ফাঁকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব ও সহকারী প্রধান শিক্ষক নবীউল ইসলাম শিবির পর্যবেক্ষণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব জানান, আমাদের বিদ্যালয়ের NSS ইউনিটের উদ্যোগে আমরা নানান সামাজিক কাজ করে থাকি তারেই একটি অংশ হিসেবে তিনদিন ব্যাপী এই চক্ষু পরীক্ষা শিবির। বাচ্চাদের চোখ পরীক্ষা করা হচ্ছে, চশমা প্রদান করা হচ্ছে। সেরকম কোনো ক্রিটিক্যাল সমস্যার জন্য পরবর্তী পদক্ষেপ কি হবে তা গ্রেটার লায়ন্সের যারা আসছেন তাঁরা বুঝিয়ে দিচ্ছেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও NSS-এর ডিস্ট্রিক্ট নোডাল অফিসার নবীউল ইসলাম জানান, চোখের আলো কর্মসূচির অধীনে NSS প্ল্যাটফর্মে এই শিবির হচ্ছে। গতকাল নবম থেকে দ্বাদশের প্রায় ৪০০-র বেশি ছাত্রছাত্রী চোখ পরীক্ষা করিয়েছে। আজ নীচু ক্লাসের ছাত্র ছাত্রীরা চক্ষু পরীক্ষা শিবিরে চোখ পরীক্ষা করাচ্ছে। এপর্যন্ত ৭০০-র বেশি ছাত্রছাত্রী এই শিবিরে চোখ পরীক্ষা করিয়েছে।
গ্রেটার লায়ন্স হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ রাখি দাস বলেন, ব্লাইন্ডনেসের অ্যাওয়ারনেস করা আমাদের একটা প্রজেক্ট । তার অধীনেই আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি। এখানে ছাত্রছাত্রীদের চোখের পরীক্ষার পর বেশিরভাগ ছাত্রছাত্রীদের পাওয়ারের সমস্যা দেখা যাচ্ছে। একজনের ক্যাটারেক্ট নির্ণয় হয়েছে। ছাত্রছাত্রীরা ঠিকমতো চশমা ব্যবহার করলে অনেক উপকার হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊