Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB DA News-Pay Commission: রাজ্য সরকারী কর্মীদের পে কমিশন ও ডিএ নিয়ে বড় আপডেট

WB DA News-Pay Commission: রাজ্য সরকারী কর্মীদের পে কমিশন ও ডিএ নিয়ে বড় আপডেট

WB 7th Pay Commission



কেন্দ্র সরকারের ৮ ম বেতন কমিশন ঘোষণার সাথে সাথে এই রাজ্যেও শুরু হয়েছে জল্পনা। সাধারণত দেখা যায় কেন্দ্র বেতন কমিশন গঠন করলে তারপর রাজ্যও একই প্রক্রিয়া শুরু করে। বর্তমানে পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন লাগু রয়েছে। তাই এবার রাজ্যে সপ্তম বেতন কমিশন (WB 7th Pay Commission) গঠনের আশায় রয়েছে সরকারী কর্মীরা।


আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্য বিধানসভায় বাজেট পেশ হবে। সেই রাজ্য বাজেটে সপ্তম বেতন কমিশন (WB 7th Pay Commission) সংক্রান্ত কোনও ঘোষণা থাকে কি না এবার সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা।


সাধারণত প্রতি ১০ বছর অন্তর সরকারি কর্মীদের বেতন হার নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করা হয়। এর আগের বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয় ২০১৬ সালের জানুয়ারি থেকে। সেই অনুযায়ী পরবর্তী বেতন কমিশনের (WB 7th Pay Commission) সুপারিশ কার্যকর হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে।


তবে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য কর্মীদের নতুন বেতন হার ২০২০ সালের জানুয়ারি থেকে কার্যকর করা হলেও ‘নোশনাল এফেক্ট’ দেওয়া হয়েছিল ২০১৬ সালের জানুয়ারি থেকেই। যেহেতু ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তাই এই বছরই সপ্তম বেতন কমিশন (WB 7th Pay Commission) গঠন নিয়ে কোনও সিদ্ধান্ত হতে পারে বলে কর্মীরা আশায় রয়েছেন।


তবে এই বেতন কমিশন গঠনের পাশাপাশি রাজ্য সরকারী কর্মীদের দীর্ঘদিনের ডিএ বঞ্চনা নিয়েও অভিযোগের পাহাড় জমেছে। যা নিয়ে সুপ্রীমকোর্টে মামলাও চলছে। তবে এবার রাজ্য বাজেটে সপ্তম পে ঘোষণার সাথে সাথে ৪ শতাংশ ডিএ ঘোষণার সম্ভাবনা রয়েছে বলেও জল্পনা শুরু হয়েছে।


সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই অর্থ দপ্তর ডিএ নিয়ে হিসাবনিকেশ শুরু করে দিয়েছে। তবে কত শতাংশ ডিএ ঘোষণা হবে তা নির্ভর করবে মুখ্যমন্ত্রীর উপরই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code