উদয়নের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপি বিধায়ক শঙ্করের, পাল্টা দিলেন মন্ত্রীও
দিনহাটা:
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে বিজেপি বিধায়ক শংকর ঘোষের। মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন হাউসিং ফর অল প্রকল্পে বরাদ্দ করা প্রত্যেকটি ঘরের জন্য দিনহাটা বাসীর কাছ থেকে কুড়ি হাজার করে টাকা নিয়ে মোট সাড়ে ৪ কোটি টাকা তুলেছে। সমস্ত প্রমাণ নিয়ে ইডি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে শীঘ্রই অভিযোগ জানাবো। শিলিগুড়িতে বিজেপি বিধায়ক শংকর ঘোষের করা এমন মন্তব্যের পাল্টা দিলেন মন্ত্রী উদয়ন গুহ।
এদিন তথ্য দিয়ে মন্ত্রী জানান ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত যে সময় সরকারি নির্দেশক্রমে ২০ হাজার টাকা করে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছিল সেই সময় ৫ বছরে দিনহাটা পৌরসভায় মোট ২৪৯৫টি ঘর বরাদ্দ হলেও ঘর নিয়েছেন ২২২০ জন নাগরিক বাতিল হয়েছে ২৭৫ টি নাম।। অপরদিকে ২০২০ সালের পর থেকে অতিরিক্ত কুড়ি হাজার টাকা করে নেওয়া বন্ধ হলেও 2020 ও 22 সালে দিনহাটা পৌরসভায় মোট ১৩৯১ টি ঘর বরাদ্দ হলেও ঘর নিয়েছেন ৮৩১ জন অপরদিকে বরাদ্দকৃত ঘর নেন নি ৫৬০ জন।
তথ্য দিয়ে মন্ত্রী উল্লেখ করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ যে সময়ের কথা উল্লেখ করেছেন অর্থাৎ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এই পাঁচ বছরে মাত্র ২৭৫ জন লোক ঘর নেননি অথচ যে সময় এক্সট্রা কুড়ি হাজার টাকা দিতে হয়নি সেই সময়ই ঘর নেয়নি ৫৬০ জন লোক এর উত্তরে তিনি কি বলবেন? পাশাপাশি বিজেপি বিধায়ক শংকর ঘোষকে তিনি কটাক্ষ করেন শুধু ইডি কেন পারলে তিনি যেন দেশের প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন তবে অভিযোগ করার আগে যেন সমস্ত তথ্য যাচাই করেন।
অপরদিকে কাটমানি ইস্যুতে শংকর ঘোষ মন্ত্রী উদয়ন গুহকে মহাপুরুষ কটাক্ষ করলে তার উত্তরে মন্ত্রী হিলকার্ড রোডে অবস্থিত সিপিআইএমের পার্টি অফিস তৈরির প্রসঙ্গ তোলেন। মন্ত্রী পাল্টা কটাক্ষ করেন যে সময় সিপিআইএম হিলকার্ড রোডে পার্টি অফিস তৈরি করেছিল সেই সময় শঙ্কর ঘোষ ও সিপিআইএমএ ছিলেন তারপর ক্ষমতা থেকে সিপিআইএম সরে যাওয়ার পর কেন গোটা রাজ্যে নতুন করে পার্টি অফিস তোলা তো দূরের কথা পুরনো জরাজীর্ণ পার্টি অফিস গুলো তারা ঠিক করতে পারছে না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊