ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একটি বাড়ি! বাড়ির ভেতর তালা বন্ধ মানসিক ভারসাম্যহীন ছেলে !
শিলিগুড়ি : শিলিগুড়ি পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের হায়দার পাড়া এলাকার ঘুগনি মোড় সংলগ্ন পরেশ মনি লেনে অবস্থিত এক বাড়িতে বুধবার বেলা বারোটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় বাড়ির উপরের দ্বিতীয় তলার অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
জানা যায় ওই বাড়িতে এক মহিলা এবং তার চোদ্দ বছরের ছেলে থাকতেন। এবং প্রতিদিনের মতো সেই মহিলা বুধবার সকালেও তার ১৪ বছরের সেই ছেলেকে ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে কাজে বেরিয়েছিলেন। ঠিক সেই সময় ঘটে এই বিপত্তি। এলাকাবাসীরা জানিয়েছেন ছেলেটি মানসিক ভারসাম্যহীন। সে অনেক সময় লাইটার কিংবা দেশলাই নিয়ে খেলা করত, ঘরের ভেতর তাকে একলা রেখে যাওয়ায় খেলা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন এলাকাবাসীরা।
তারা জানান এদিন হঠাৎ ঘরের ভেতর থেকে আগুন দেখতে পান স্থানীয়রা এবং তা দেখেই তড়িঘড়ি সেই ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন কয়েকজন এবং ঘরের ভেতরে তখন দেখতে পান সেই মানুষিক ভারসাম্যহীন ছেলেটি নিজেকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছে। ঠিক সেই সময় সেই ছেলেটিকে বাইরে নিয়ে আসেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, ততক্ষণ ঘরের ভেতরে থাকা অর্ধেক আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তড়িঘড়ি জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা এবং খবর দেওয়া হয় দমকলকে।
স্থানীয়দের অভিযোগ দমকল অনেকটাই দেরি করে এসেছে যে কারণে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির দোতলার অংশ। তবে দমকলের দুটি ইঞ্জিন ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। কিন্তু ঘরের ভেতরে থাকা আসবাবপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিকে অনেকেই মনে করছেন শর্ট সার্কিট এর ফলে এই আগুন লেগেছে। তবে আদেও কি কারনেই আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।
অন্যদিকে এদিন এই আগুনের খবর শুনে ওই এলাকায় এসে পৌঁছান ৪০ নম্বর ওয়ার্ডের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রাজেশ প্রসাদ শা (মুন্না)। তিনি বলেন, এই মহিলা তাদেরই দলের একজন নেত্রী। তিনি যথাসাধ্য চেষ্টা করবেন তার পাশে দাঁড়ানোর এবং যেই নথিপত্র গুলি পুরে গিয়েছে তা পুনরায় ফিরিয়ে দেওয়ারও চেষ্টা করবেন তিনি। এছাড়াও শিলিগুড়ির মেয়র গৌতম দেবকেও এবিষয়ে জানাবেন এবং মেয়রকেও পরিদর্শনে আসার জন্য অনুরোধ করবেন।
পাশাপাশি তিনি স্থানীয়দের ও দমকল কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন আগুন নেভানোর কাজে তৎপরতার জন্য। অপরদিকে দমকলের বিলম্বে আসার বিষয়কে তিনি উড়িয়ে দিয়েছেন। তিনি পাল্টা বলেছেন দমকল সঠিক সময়ে এসেছে, যে কারণে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊