শ্রীপৎ সিং কলেজের প্রতিষ্ঠাতা শ্রীপৎ সিং দুগড় জীর ১৪৪তম জন্মদিবস উদযাপন
মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রসিদ্ধ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শ্রীপৎ সিং কলেজের প্রতিষ্ঠাতা তথা প্রথম সভাপতি শ্রীপৎ সিং দুগড় জীর ১৪৪তম জন্মদিবস পালিত হল আজ ৯ জানুয়ারি উক্ত কলেজে। প্রথমেই কলেজের প্রশাসনিক ভবনে শ্রীপৎ সিং দুগড় এর আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে এই মহতী দিবসের শুভ সূচনা হয়। মাল্যদান করেন কলেজের অধ্যক্ষ ড. কমলকৃষ্ণ সরকার মহাশয় সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ। এরপর এই কলেজের অধ্যাপক ড. অজয় দেবনাথের রক্তদানের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন হয়।
আয়োজন করে এই কলেজের NSS, NCC ইউনিট এবং IQAC, যৌথ সহযোগিতায় স্টুডেন্টস হেলথ হোম। পরে কলেজের রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং রবীন্দ্র সভাকক্ষে আলোচনা সভার অয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সঞ্জয় দুগড় (ডোনার মেম্বার), সূচক বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাননীয় অধ্যক্ষ ড. কমলকৃষ্ণ সরকার মহোদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সংসদের সম্পাদক ড. মিতালি টিকাদার, বরিষ্ঠ অধ্যাপক ড. অসিত কুমার মন্ডল, ড. আব্দুল কাদের আহমেদ, ড. রনবীর নাথ, ড. সাগর সিমলান্ডি সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ , শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয় সাথে ছিল আগুনের পরশমণির স্পর্শ ছাত্রছাত্রীদের কণ্ঠে।
এই জন্মদিবস কে কেন্দ্র করে এই সভাতেই কলেজের কৃতি ছাত্র-ছাত্রীদের উপহার প্রদান করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊