আদালতে কি জানালো আরজিকর কাণ্ডের দোষী? বিকাল পৌনে তিনটায় সাজা জানাবে আদালত

RG KAR CASE
ধর্ষণ বা শ্লীলতাহানির ঘটনায় যতক্ষণ না অভিযুক্তকে ‘দোষী’ সাব্যস্ত করা হচ্ছে, তত ক্ষণ তাঁর নাম, পরিচয় প্রকাশে আইনি বাধা থাকে। শনিবার আদালত তাঁকে দোষী সাব্যস্ত করায় সংবাদ একলব্য তাঁর নাম এবং ছবি প্রকাশ করছে। 


আরজি কর কাণ্ডের ঘটনায় শাস্তি ঘোষণা করবে শিয়ালদহ আদালত। শনিবার রায় দেয় আদালত। আরজি কর-কাণ্ডে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয়ের নাম করেছিল সিবিআই। শনিবার ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু) এবং ১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে ওই সিভিক ভলান্টিয়ারকে। 


শিয়ালদহ আদালতের ২১০ নম্বর কোর্টরুমে দোষীর শাস্তি শোনাবে শিয়ালদহ আদালতের বিচারক। তার আগে নিরাপত্তার কড়াকড়ি দেখা গেল। কোর্টরুমের বাইরে পুরুষ এবং মহিলা পুলিশ নিরাপত্তা দিচ্ছে। এজলাসের কাজ আরম্ভ হওয়ার পর বিচারক সঞ্জয়ের কাছে শুনতে চান তিনি কি বলতে চাইছেন, সঞ্জয় বলে, 'ধর্ষণ ও খুনে জড়িত নই। ফাঁসানো হয়েছে, ফের আদালতে বলল আর জি ক কাণ্ডের দোষী । 



এই মামলার দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ারের উদ্দেশে বিচারক বলেন, ‘‘ধর্ষণকালীন আঘাতে মৃত্যু হয়েছে নির্যাতিতার।’’ কঠিন শাস্তির পক্ষে সওয়াল করে সিবিআই। বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে উল্লেখ করে কঠিন শাস্তির পক্ষে সওয়াল করে সিবিআই। পরিবার এক জন সদস্যকে নয়, এক জন চিকিৎসককে সমাজ হারিয়েছে। সঞ্জয়ের ফাঁসি যেন না-হয়, আবেদন বিচারকের কাছে সঞ্জয়ের আইনজীবীর। 



আদালত আপাতত মুলতবি করা হয়েছে। দুপুর ২টা ৪৫ মিনিটে শাস্তি ঘোষনা করবে বিচারক। শেষ পাওয়া খবর পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। বিচারক বলেন, “এখন ঘর ফাঁকা করে দিন। রায় দিতে একটু কাজ করতে হবে। দুপুর ২.৪৫ মিনিটে আবার আসুন।” দুপুর ২.৪৫ মিনিটে সঞ্জয়ের সাজা ঘোষণা করবেন বিচারক।