শিক্ষক-শিক্ষিকাদের ব্যক্তিগত আর্থিক সহায়তায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও বনভোজনের আয়োজন

primary school picnic


আবারো শিক্ষক-শিক্ষিকাদের ব্যক্তিগত আর্থিক সহায়তায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও বনভোজনের আয়োজন করা হলো। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা চক্রের ২০ নম্বর বিন্দুগ্রাম গার্লস প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত আর্থিক সহায়তায় পঞ্চম শ্রেণীর ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও বিদ্যালয় সংলগ্ন আমের বাগানে একটি বনভোজনের আয়োজন করা হয়। দুই শতাধিক কচিকাঁচা নাচ গান আবৃত্তি মধ্য দিয়ে আনন্দ করতে করতে কাটালো। 


এছাড়া বিদায়ী পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ ও করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআই মোস্তাফিজুর রহমান সাহেব এছাড়া সৈয়দ নুরুল হাসান কলেজের বিশিষ্ট শিক্ষক কমল কুমার মিশ্র মহাশয় ও বিদ্যালয়ের সহশিক্ষক আজিম শেখ জানালেন বিদ্যালয়ের ছাত্রীদের পড়াশোয় মনোযোগী করতে এবং একঘেয়েমি কাটাতে এই ধরনের সহ পাঠ্যক্রমিক অনুষ্ঠানের আয়োজন করা। সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলিতে অর্থাভাবে কার্যত এই ধরনের অনুষ্ঠান করা অসম্ভব কিন্তু আজিম সাহেব ও এলাকার একজন বিশিষ্ট সমাজসেবীর ব্যক্তিগত আর্থিক সহায়তায় এবং সহকর্মীদের প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান।

অন্যদিকে AI মোস্তাফিজুর রহমান সাহেব জানালেন এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের আরো বেশি স্কুলমুখী করবে এবং পঠন পাঠনের মান উন্নয়ন ঘটবে তাতে কোন সন্দেহ নেয়। এছাড়া তিনি জানান এইভাবে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় সরকারি স্কুল গুলি আবার স্বমহিমায় ফিরে আসবে।