Pay Commission DA Case Update: DA মামলায় এবার ইতিহাস তৈরি করতে চলেছেন রাজ্য সরকারি কর্মীমহল !
Pay Commission DA Case Update: ১৪ বার পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি। রাজ্য সরকারী কর্মীদের ডিএ (dearness allowance) বঞ্চনা নিয়ে প্রায় দু-বছর আগে সুপ্রীম কোর্টে দায়ের হয় মামলা। কিন্তু তারিখ পে তারিখ ছাড়া আর কোন অগ্রগতি হয়নি সেই মামলার। আর তাই এবার এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছেন রাজ্য সরকারী কর্মীদের একাংশ।
জানুয়ারির প্রথম সপ্তাহে সুপ্রীম কোর্টে ডিএ (dearness allowance) মামলার শুনানির তারিখ ছিল। কিন্তু সেদিনও হয়নি শুনানি। আগামী মার্চে নতুন বেঞ্চ গঠন করে ডিএ মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।
এভাবেই ডিএ (dearness allowance) নিয়ে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যের করা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সুপ্রিম কোর্টে। ২০২২ এর নভেম্বরে স্পেশ্যাল লিভ পিটিশন (SLP) দায়ের হলেও এপর্যন্ত মাত্র একদিন এই মামলার শুনানি হয়েছে। এর পর ১৪ বার পিছিয়ে গেছে শুনানি।
ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে সরকারী কর্মীমহলের। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘ভারতের সংবিধান এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার স্মরণীয় দিন হিসেবে প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) থেকে ডিএ মামলা নিয়ে গণমেল কর্মসূচি শুরু করা হবে।’
তিনি জানিয়েছেন, ডিএ (dearness allowance) মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গণমেল করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। ইতিমধ্যে স্যোসাল মিডিয়ায় এই নিয়ে চলছে প্রচার।
প্রসঙ্গত, এভাবে ডিএ (dearness allowance) নিয়ে এর আগে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে গণমেল কর্মসূচী কখনো হয়নি। ফলে এই ঘটনা এক ঐতিহাসিক ঘটনা হতে চলেছে বলেই মনে করছে অভিজ্ঞমহল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊