Latest News

6/recent/ticker-posts

Ad Code

অসুস্থ পার্থ, ভর্তি এসএসকেএমের আইসিসিইউতে

অসুস্থ পার্থ, ভর্তি এসএসকেএমের আইসিসিইউতে

Partha Chatterjee


অসুস্থ জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে খবর। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএমের আইসিসিইউতে রাখা হয়েছে। শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে গত ২০ই জানুয়ারি প্রেসিডেন্সি জেল থেকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ তাঁর শারিরীক অবস্থার আরোও অবনতির খবর।

হাসপাতাল সূত্রে জানা গেছে বিশেষজ্ঞ টিম তাঁর দেখাশোনা করছেন। কিডনির পাশাপাশি ফুসফুসে সমস্যা। পটাশিয়াম, সোডিয়াম ওঠানামা করছে এমনটাই খবর। হাসপাতাল সূত্রে খবর, পার্থের বিবিধ শারীরিক সমস্যা রয়েছে। তাঁর শরীর স্থূল। ফলে সেই সংক্রান্ত কিছু সমস্যা বরাবরই রয়েছে। প্রতি মাসেই তাঁর রুটিন চেক আপ হয়। সোমবার হঠাৎ জেলে অসুস্থ বোধ করলে সেখানকার চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করেন এবং এসএসকেএমে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন।

নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ। গত আড়াই বছর ধরে জেলে। ২০২২ সালের ২২ জুলাই তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। ইডির পাশাপাশি পরে সিবিআইয়ের হাতেও গ্রেফতার হন পার্থ। প্রাথমিক দুর্নীতি মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জামিন পাননি তিনি। ফলে এখনই তাঁর জেলমুক্তির সম্ভাবনা নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code