Latest News

6/recent/ticker-posts

Ad Code

Tripti Dimri: তৃপ্তির সাহসি লুকই কি বিপদ ডেকে আনলো!

Tripti Dimri: তৃপ্তির সাহসি লুকই কি বিপদ ডেকে আনলো! 


Tripti Dimri, Tripti Dimri photos, Tripti Dimri sexy photos, Tripti Dimri bikini photos, Tripti Dimri hot bikini photo,



একসময় ইয়টিউবে কন্টেন্ট তৈরি করতেন, সেখান থেকে বর্তমানে ন্যাশনাল ক্রাশ! এই জার্নি কতটা যে লড়াইয়ের তা বেশ কয়েকবার বিভিন্ন সাক্ষ্যাৎকারে জানিয়েছেন তৃপ্তি। তবে এবার সমস্যা আরও বড়! বিপদে পড়েছেন তৃপ্তি দিমরি (Tripti Dimri) । হাতে কাজ পেয়েও কাজ হারিয়ে ফেলছেন।


‘অ্যানিম্যাল’ ছবিতে সাহসী অভিনয়ের মাধ্যমে রাতারাতি ন্যাশনাল ক্রাশের তকমা পেলেও সেই খ্যাতি যেন ফ্যাকাসে হয়ে যাচ্ছে (Tripti Dimri)। একের পর এক কাজ হাতছাড়া হয়েযাচ্ছে তৃপ্তি দিমরির ।

Tripti Dimri, Tripti Dimri photos, Tripti Dimri sexy photos, Tripti Dimri bikini photos, Tripti Dimri hot bikini photo,


বলিউড পাড়ায় কান পাতলে শোনাযায়, ‘আশিকি ৩’ এর কাজটা হাতছাড়া প্রায়। তৃপ্তির বদলে সারা আলী খান (Sara Ali Khan) অভিনয় করতে চলেছেন।

Tripti Dimri, Tripti Dimri photos, Tripti Dimri sexy photos, Tripti Dimri bikini photos, Tripti Dimri hot bikini photo,


১৯৯০ সালের মুক্তি পেয়েছিল ‘আশিকি’ ছবি। নয়ের দশকের সেই ‘আশিকি’ গান আজও মানুষ ভোলেনি। সেই নস্টালজিয়া আবার ফিরে আসে ২০১৩ সালে ‘আশিকি ২’তে। সেই ছবিটিও বক্স অফিসে ঝড় তোলে। এবার আসছে ‘আশিকি ৩’। শোনা গিয়েছিল, কার্তিক আরিয়ানের সঙ্গে এখানে জুটি বাঁধবেন তৃপ্তি (Tripti Dimri)। কিন্তু তৃপ্তির সাহসী লুক মানানসই হবে না বলেই স্নিগ্ধ সৌন্দর্যের খোঁজে সারা আলি খানকেই (Sara Ali Khan) পছন্দের তালিকায় রেখেছেন নির্মাতারা।

Tripti Dimri, Tripti Dimri photos, Tripti Dimri sexy photos, Tripti Dimri bikini photos, Tripti Dimri hot bikini photo,


একসময় বলিপাড়ায় তুমুল চর্চা ছিল, সারা এবং কার্তিকের অফস্ক্রিন রোমান্স নিয়ে। মাঝে এও শোনা গিয়েছিল, দুই তারকার সম্পর্ক ভেঙে গিয়েছে। এবার আশা করা হচ্ছে, ফের একবার জোর ধাক্কা দিতে চলেছে এই তারকা জুটি ।

Tripti Dimri, Tripti Dimri photos, Tripti Dimri sexy photos, Tripti Dimri bikini photos, Tripti Dimri hot bikini photo,


তবে তৃপ্তির এই বাদ চলে যাওয়ার গল্পে প্রশ্ন উঠছে তৃপ্তির সাহসি লুকই কি বিপদ ডেকে আনলো নায়িকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code