Budget 2025: বিবাহিত দম্পতিদের যৌথ আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত বড় ঘোষণা হতে পারে বাজেটে !
![]() |
photo credit: grok |
১ ফেব্রুয়ারি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট (Union Budget 2025) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে দম্পতিদের জন্য যৌথ কর ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) ।
প্রস্তাবিত নতুন যৌথ কর ব্যবস্থায় দম্পতিদের আলাদা করে আর আয়কর রিটার্ন জমা দিতে হবে না। তাদের একজন 'অ্যাসেসি' ইউনিট হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ, যুগলের দু'জনেই আয় করলেও তাঁদের আলাদা করে আয়কর রিটার্ন দাখিল না করে একজনের করলেই হবে। সে ক্ষেত্রে দু'জনের আয় যোগ করে রিটার্নে দেখাতে হবে। যদি যুগলের মধ্যে একজনই আয় করেন, সে ক্ষেত্রেও পরিবার বেশি হারে করছাড়ের সুবিধা ভোগ করতে পারবে। ইতিমধ্যেই ইউএসএ এবং ইউকে-র মতো দেশগুলিতে এই ব্যবস্থা চালু রয়েছে।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট চিরাগ চৌহান তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, 'বিবাহিত যুগলের জন্য জয়েন্ট ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার বিষয়টিতে অনুমোদন দেওয়ার পরামর্শ দিয়েছেন আইসিএআই কর্তৃপক্ষ। সাধারণত, এক ব্যক্তির ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে করছাড় রয়েছে। বিবাহিত হলে, সেই পরিবারের ছাড়ের উঊর্ধ্বসীমা বেড়ে ১৪ লক্ষ টাকা হয়ে যাবে।'
আইসিএআই (ICAI)-এর দেওয়া প্রস্তাবে স্বামী-স্ত্রীকে আলাদা করে আয়কর রিটার্ন দাখিল এবং যৌথ ভাবে রিটার্ন দাখিলের মধ্যে যে কোনও একটি বিকল্প বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। এই ব্যবস্থা চালু হলে যে সমস্ত পরিবারে একজন আয় করেন তাদের পক্ষে সুবিধা হবে এবং করফাঁকি দেওয়ার প্রবণতাও কমানো সম্ভব হবে। বিবাহিতরা যৌথ ভাবে আয়কর রিটার্ন জমা দিলে প্রস্তাবিত কর স্ল্যাবে ৬ লক্ষ টাকা অবধি করছাড় দেওয়ার কথা বলা হয়েছে। তারপর ৬-১৪ লক্ষ টাকা আয়ে ৫%, ১৪-২০ লক্ষ টাকায় ১০%, ২০-২৪ লক্ষ টাকায় ১৫%, ২৪-৩০ লক্ষ টাকায় ২০% এবং ৩০ লক্ষ টাকার উপরে ৩০% হারে কর চাপানোর পক্ষপাতী আইসিএআই (ICAI) কর্তৃপক্ষ।
যৌথ আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম হাড়ের সীমা বর্তমান ৩ লক্ষ টাকা থেকে বেড়ে ৬ লক্ষ টাকা হবে। সারচার্জের ন্যূনতম সীমা বর্তমান ৫০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করার সুপারিশ করেছে আইসিএআই (ICAI)। সারচার্জ এর ক্ষেত্রে, ১-২ কোটি টাকায় ১০%, ২-৪ কোটি টাকায় ১৫% এবং ৪ কোটি টাকার বেশিতে ২৫% বসানোর কথা বলা হয়েছে। বেতনভূক যুগল স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধাও নতুন ব্যবস্থায় ভোগ করতে পারবেন।
বর্তমান কর ব্যবস্থায়, দম্পতিরা আলাদা ভাবে আয়কর রিটার্ন দাখিল করে থাকেন। যার ফলে অনেক বেশি করের বোঝা বইতে হয়। যে সমস্ত পরিবারে স্বামী-স্ত্রী, দু'জনেই আয় করেন সেখানে এই নতুন কর ব্যবস্থা কাজে দেবে। ফলে এবারের বাজেটের দিকে তাকিয়ে করদাতারা। এই নতুন ঘোষণা হলে মুখে হাসি ফুটবে তাদের।
জানাগেছে, প্রি-বাজেট মেমোরান্ডামে কেন্দ্রীয় সরকারকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। ICAI মনে করে, যে সমস্ত পরিবারে উপার্জনকারী একজন, তাঁদের জন্য এটা সুবিধাজনক। তাছাড়া এতে আয়কর রিটার্ন দাখিলের পরিমাণও বাড়বে। সংগঠনের তরফে বলা হয়েছে, “বিবাহিত দম্পতিরা যাতে যৌথভাবে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন, সেই প্রস্তাবই কেন্দ্রকে দেওয়া হয়েছে। করদাতা আলাদা আলাদা ভাবে কিংবা স্ত্রীর সঙ্গে যৌথভাবে, যে কোনও একটি বিকল্প বেছে নিতে পারবেন।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊