Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রাথমিক বিদ্যালয়ের সার্কেল লেভেলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রাথমিক বিদ্যালয়ের সার্কেল লেভেলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


Annual sports competition at primary school circle level


তপন বর্মন, সংবাদ একলব্য:

কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় , মাদ্রাসা (প্রাথমিক) এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রীদের (বিশেষ চাহিদা সম্পূর্ন শিশু সহ) দিনহাটা ৩নং চক্র সম্পদ কেন্দ্রের ৪১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ টিয়াদহ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হল। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার শুভ সূচনা করেন দিনহাটা ৩ নং চক্র সম্পদ কেন্দ্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক দিবাকর দেবনাথ মহাশয়।

সার্কেলের মোট চারটি গ্রাম পঞ্চায়েতের যে ছাত্র ছাত্রীরা পঞ্চায়েত স্তরের খেলায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে তারা এদিনের খেলায় অংশ নেয়। মোট ৩৪ টি ইভেন্টে বয়স অনুয়ায়ী বালক ও বালিকা শিক্ষার্থীদের মোট তিনটি বিভাগে প্রতিযোগী ও প্রতিযোগিনীরা এই খেলায় প্রতিযোগিতা করে।

প্রসঙ্গত প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় , মাদ্রাসা (প্রাথমিক) এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রীদের (বিশেষ চাহিদা সম্পূর্ন ছাত্র ছাত্রীদের) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এভাবে গ্রাম পঞ্চায়েত, সার্কেল লেভেলের পর মহকুমা এবং জেলা পর্যায়ে এবং পরবর্তীতে রাজ্য স্তরে জেলার প্রথম স্থানাধিকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীদের নিয়ে অনুষ্ঠিত হবে।

Annual sports competition at primary school circle level

এবারে দিনহাটা মহকুমা লেভেলে খেলা আগামী ১ ফ্রেব্রুয়ারি পুটিমারী স্টেডিয়ামের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৭ ও ৮ ফ্রেব্রুয়ারি জেলা পর্যায়ের খেলা সিতাই উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে বলে জানান আজকে সার্কেল পর্যায়ের খেলা কমিটির কো অর্ডিনেটর গোপাল সাহা।

আজকের এই খেলায় শিক্ষা অনুরাগী মানুষ সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্র ছাত্রীদের অভিভাবকদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো।


এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে খেলা কমিটির কো-অর্ডিনেটর গোপাল সাহা জানান " আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। আমাদের ছাত্র ছাত্রীরা রাজ্য স্তরে সম্মান নিয়ে আসবে এ আসা রাখছি। "

Annual sports competition at primary school circle level

আজকের এই খেলায় সর্বাধিক পয়েন্ট পেয়ে কিশামতদশ গ্রাম অঞ্চল চ্যাম্পিয়ন এবং সাহেবগঞ্জ অঞ্চল দ্বিতীয় স্থান অধিকার করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code