Mamata Banerjee inaugurates E-Vessel: ভারতে প্রথম! কলকাতায় গঙ্গাবক্ষে চলবে 'ঢেউ'
Mamata Banerjee inaugurates India's first E-Vessel: এবার দেশের মধ্যে জলপথ পরিবহণে বিরাট নজির গড়ল পশ্চিমবঙ্গ। দেশের প্রথম বৈদ্যুতিক ভেসেলের উদ্বোধন হলো রাজ্যে। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈদ্যুতিক ভেসেল 'ঢেউ' চলবে কলকাতার গঙ্গাবক্ষে। বৃহস্পতিবার আউট্রাম ঘাট থেকে সেই বিদ্যুৎচালিত ভেসেলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, মিলেনিয়াম পার্কের জেটি থেকে বেলুড়মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে এই বৈদ্যুতিক ভেসেল 'ঢেউ'। দেশের আর কোথাও জলপথ পরিবহণে পরিবেশবান্ধব বৈদ্যুতিক ভেসেল পরিষেবা নেই। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, পরিবেশ দূষণ কমাতে বিশেষ ভাবে সাহায্য় করবে এই বিদ্যুৎচালিত ভেসেল। যাত্রীরা যেমন সুরক্ষিত থাকবেন, তেমনই অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন।
মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, আগামীদিনে আরও ১২টি ই-ভেসেল এবং ১২টি ই-বার্জ চালানোর বিষয়ে রাজ্য সরকার পদক্ষেপ করবে। নতুন এই ভেসেলে দুটি ক্লাস রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত অংশে সফর করবেন ৩০ জন এবং সাধারণ শ্রেণিতে ৬০ জন।
এদিনই আবার সন্ধ্যায় আউট্রাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলারও আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন,"প্রতিবারের ন্যায় এবারেও আউট্রাম ঘাটের ট্রানজিট পয়েন্টে গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন করলাম। শুরুতে বীর পরিব্রাজক, যুগশ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলাম। এর পাশাপাশি, জলপথে যাতায়াত ব্যবস্থার উন্নতির লক্ষ্যে ভারতবর্ষের প্রথম এন জি ইলেকট্রিক ফেরি ভেসেল, ‘ঢেউ’-এর উদ্বোধন করলাম। এই উদ্যোগ যেমন উপকৃত করবে পরিবেশ, ফেরি ব্যবস্থা ও অর্থনীতিকে তেমনই পরিবেশ দূষণের মাত্রা কমাতে বিশেষ সাহায্য করবে এবং যাত্রীদের দেবে সম্পূর্ণ সুরক্ষা, আরো বেশি স্বাচ্ছন্দ্য।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊