Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিবেকানন্দের জন্মদিন ও ক্লাবের প্রতিষ্ঠা দিবসে মহতি উদ্যোগ ভেটাগুড়ি নিউ কদমতলা ক্লাবের

বিবেকানন্দের জন্মদিন ও ক্লাবের প্রতিষ্ঠা দিবসে মহতি উদ্যোগ ভেটাগুড়ি নিউ কদমতলা ক্লাবের 

Vivekananda birthday


আজ ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে ও ক্লাবের প্রতিষ্ঠা দিবসে মহতি এক উদ্যোগ নিয়েছে ভেটাগুড়ি নিউ কদমতলা ক্লাব। দেওয়ানহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ফল বিতরণ করলেন ক্লাব সদস্যরা। পাশাপাশি দুঃস্থ অসহায় মানুষদেরকেও ফল বিতরণ করা হয়।



এদিন সকালে ক্লাবের সামনে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন ক্লাব সভাপতি গোপাল দত্ত। বিবেকানন্দের জন্মদিনে শ্রদ্ধা জানানোর পর দেওয়ানহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছান ক্লাব সদস্যরা। সেখানে রোগীদের হাতে খাবার তুলে দেন তাঁরা। পাশাপাশি হাসপাতালে উপস্থিত কর্মীদের মধ্যে ফুলের চারা বিতরণ করা হয়।

Dewanhat hospital



এদিনের কর্মসূচিতে বিএমএইচও -র অনুমতি নিয়ে দেওয়ানহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক পৃথা মন্ডল, নার্স সুরভি হাসদা, জানবি বর্মন এছাড়াও স্টাফ রাকেশ মল্লিক, শুভজিৎ বর্মন উপস্থিতিতে এই কর্মসূচি সম্পন্ন হয়।



এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি গোপাল দত্ত, সম্পাদক দীপঙ্কর দে, সহ সম্পাদক বিক্রম দে, কোষাধ্যক্ষ সৌরভ সরকার, জন কল্যান -সম্পাদক সুজয় রায়,ক্রীড়া সম্পাদক - বলরাম দে সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ।

ক্লাব সভাপতি গোপাল দত্ত বলেন, আজ বিবেকানন্দের জন্মদিন ও ক্লাবের প্রতিষ্ঠা দিবসে বিবেকানন্দের বাণী সর্বত্র ছড়িয়ে দিতে চাই। তাঁর জীবনধারায় আমাদের চলা উচিত। রোগী ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে আজ বিএমএইচও দীপায়ন স্যার ও অনির্বাণ স্যারের সাথে কথা বলেই আজকের এই কর্মসূচি। ক্লাব সদস্য থেকে শুরু করে উপস্থিত সকল হাসপাতাল কর্মীকে ধন্যবাদ জানাই এই মহতি কাজ করার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code