শিক্ষকদের অবসরকালীন বয়স ৬০ থেকে বেড়ে ৬৫ ! কী জানালেন শিক্ষামন্ত্রী !
গতকাল হঠাৎ ভাইরাল হয়ে যায় Extension_Order_Teachers নামের একটি পিডিএফ, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের নামে 'Gazette Notification for extension of service tenure of Primary and High School Teachers from 60 to 65 years in West Bengal Education System' বিষয়ের উল্লেখ করা হয়। এমনকি কিছু সংবাদ মাধ্যমেও প্রকাশ পায় চাকরীর বয়সসীমা বৃদ্ধির খবর।
ভাইরাল হওয়া PDF- স্যোসাল মিডিয়া থেকে সংগৃহীত |
ভাইরাল হওয়া PDF- স্যোসাল মিডিয়া থেকে সংগৃহীত |
ভাইরাল হওয়া PDF- স্যোসাল মিডিয়া থেকে সংগৃহীত |
কিন্তু আদতে তা সত্যি কিনা, সে বিষয়ে সন্দেহ তৈরি হয় শিক্ষকদের একাংশের মধ্যে। অবশেষে এই বিষয়ে মুখ খোলেন খোদ শিক্ষামন্ত্রী। X-বার্তায় আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান- " গতকাল রাতে কয়েকটি সমাজ মাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে যে,রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদটি সম্পূর্ণ ভুল ও ভ্রান্তিমূলক। এমনভাবে ভুয়ো খবর ছড়ানোর প্রচেষ্টা বাস্তবিকই অর্থহীন।এ ধরনের বিভ্রান্তি সমাজমাধ্যমে প্রচার না করার আবেদন জানাচ্ছি।"
গতকাল রাতে কয়েকটি সমাজ মাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে যে,রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদটি সম্পূর্ণ ভুল ও ভ্রান্তিমূলক।
— Bratya Basu (@basu_bratya) January 5, 2025
এমনভাবে ভুয়ো খবর ছড়ানোর প্রচেষ্টা বাস্তবিকই অর্থহীন।
এ ধরনের বিভ্রান্তি সমাজমাধ্যমে প্রচার না করার আবেদন জানাচ্ছি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊