চিনের পর হংকংয়ে এইচএমপিভি!
করোনার পর চিনে আবারও নতুন একটি ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। ইতিমধ্যেই প্রতিবেশী দেশ হংকংয়ে জারি হয়েছে সতর্কতা। যদিও আতঙ্ক ছড়িয়ে পড়লেও চিন সরকার এবিষয়ে কোনো কিছু জানায়নি। পরিস্থিতি নজর রাখছে ভারতও। যদিও ‘ন্যাশনাল সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এইচএমপিভি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবুও সতর্কতামূলক পদক্ষেপ করল কেরল স্বাস্থ্য মন্ত্রক। বাড়ির বাইরে কিংবা জনবহুল এলাকায় যাওয়ার আগে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে বয়স্ক এবং অন্তঃসত্ত্বাদের।
আমেরিকার ‘সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল’ (সিডিসি) এবং ভারতের ‘ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন’-এ প্রকাশিত প্রতিবেদন বলছে, হাঁচিকাশির মাধ্যমেই রোগ ছড়ায় এই ভাইরাস। এইচএমপিভি-র দুটি প্রজাতি ‘এইচএমপিভি-এ’ ও ‘এইচএমপিভি-বি’, যাদের আবার চারটি ভাগ রয়েছে এ১, এ২, বি১ ও বি২। চিনে ঠিক কোন প্রজাতি ছড়িয়েছে, তা এখনও জানা যায়নি।
এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে কী কী সতর্কতা নিতে হবে?
১) সাবান এবং জল দিয়ে ভাল করে হাত ধুতে হবে। বিশেষ করে খাবার খাওয়ার আগে। চোখে-মুখে হাত দেওয়ার আগেও সতর্ক থাকতে হবে।
২) জনবহুল এলাকা এড়িয়ে চলাই ভাল। বাইরে বেরোনোর আগে অবশ্যই মাস্ক পরতে হবে।
৩) সাধারণ সর্দিকাশি, জ্বর হলেও অবহেলা করা যাবে না। তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊