Latest News

6/recent/ticker-posts

Ad Code

কুকুরের প্রভু ভক্তির কথা তো শুনেছেন কিন্তু বন্ধু প্রীতি ! আপনার চোখেও জল চলে আসবে

কুকুরের প্রভু ভক্তির কথা তো শুনেছেন কিন্তু বন্ধু প্রীতি ! আপনার চোখেও জল চলে আসবে

কুকুরের প্রভু ভক্তির কথা তো শুনেছেন কিন্তু বন্ধু প্রীতি ! আপনার চোখেও জল চলে আসবে


হৃদয়ে আঘাত দেবার ঘটনা জলপাইগুড়িতে। মৃত্যুর পর ও নিজের সাথীকে ছাড়তে নারাজ। পাশে বসেই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার চেষ্টা। এমনি এক করুণ ঘটনার সাক্ষী হয়ে থাকলো জলপাইগুড়িবাসীর মানুষজন।

গত দুদিন আগে জলপাইগুড়ি ইরিগেশন দপ্তর সংলগ্ন রাস্তার ধারে কোন অজানা কারণে একটি কুকুর মারা যায় এবং সেই কুকুরটি মারা যাওয়ার পর সেখানেই প্রায় দুদিন ধরে পড়ে রয়েছে মৃত কুকুরটি। নিয়ে যাবার উদ্যোগ দেখা যায় নি।

কিন্তু সবচেয়ে আশ্চর্যর বিষয় এই যে, যেই কুকুরটি মারা গিয়েছিল সেই কুকুরটির আশেপাশে যারা এক সময়ে সঙ্গী ছিল তারা তার পিছু পা হয়নি। কুকুরটি মারা যাওয়ার পরও তার পাশেই প্রায় দুদিন ধরে রয়েছে।

আর এই ধরনের মন ভারাক্রান্ত দৃশ্য অনেক মানুষই প্রত্যক্ষ করেছেন। এক ব্যক্তি বলেন এই কুকুরটি মারা গেছে এবং তার সাথী সঙ্গীরা তার পাশেই সবসময় রয়েছে এবং তার সাথী সঙ্গীরাও বুঝতে পারছে যে কুকুরটি মারা গেছে। তাই তাকে মৃতুর মুখ থেকে ফেরানোর চেষ্টা করে যাচ্ছিল। এই ধরনের দৃশ্য বিরল । আমাদের সমাজে এই ধরনের দৃশ্য কখনো দেখা যায় না । বিপদে পড়লে একজন আরেকজনকে ছেড়ে চলে যায় কিন্তু পশুদের ক্ষেত্রে অন্য ধরনের অনুভুতি ধরা পড়লো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code