নতুন বছরের শুরুতেই দুয়ারে সরকার, দিনক্ষণ জানালো নবান্ন
নতুন বছরের শুরুতেই ফের বসতে চলেছে দুয়ারে সরকার, দিনক্ষণ জানালো নবান্ন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জানানো হয়েছে আগামী ২৪শে জানুয়ারি থেকে বসছে দুয়ারে সরকার ক্যাম্প। আগামী ১লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেই ক্যাম্প।
২০২০ সালের ডিসেম্বর মাসে ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনগণকে বিভিন্ন সুযোগ সুবিধা বা সরকারি প্রকল্পের সুবিধা মানুষের হাতে নাগালে পৌঁছে দেওয়াই লক্ষ্য। ‘দুয়ারে সরকার’-এর শিবিরে গিয়েই সরকারি যে কোনও প্রকল্পে যে কোনও কাজের আবেদন করা যেতে পারে।
২৪শে জানুয়ারি থেকে বসছে দুয়ারে সরকার। রবিবার বা কোনো সরকারি ছুটির দিন বাদে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বসবে ক্যাম্প। তবে এলাকা বিশেষে কোনো আঞ্চলিক ছুটির দিনেও এই ক্যাম্প বন্ধ থাকবে। জানা গেছে প্রায় সব সরকারি প্রকল্পের আবেদনই জানানো যাবে। নবান্নের বিজ্ঞপ্তিতে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। ‘খাদ্যসাথী’, ‘স্বাস্থ্যসাথী’, ‘শারীরিক অক্ষমতার শংসাপত্র’, ‘তফসিলি জাতি ও উপজাতি সংশাপত্র’, ‘তফসিল বন্ধু’, ‘মেধাশ্রী’, ‘শিক্ষাশ্রী’, ‘জয় জোহার’, ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘বার্ধক্য ভাতা’, ‘ঐক্যশ্রী’, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’-সহ সব প্রকল্পের কাজ করা যাবে। ১ ফেব্রুয়ারি পর্যন্ত ‘দুয়ারে সরকার’ শিবিরে যে যে আবেদন জমা পড়বে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে সেগুলির ‘প্রসেসিং’ হয়ে যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊