চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষনা করলো ভারত, জায়গা পেলেন কারা?
১৯শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি তার আগে প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৫ জনের দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট। রোহিত ও প্রধান নির্বাচক অজিত আগরকর সাংবাদিক সম্মেলন করে ১৫ সদস্যের দল ঘোষণা করলেন। অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে।
১৫ জনের এই দলে জায়গা পেয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা দুই খেলোয়াড় শামি ও বুমরাহ। শামি চোটের জন্য দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। দ্বিতীয়জন সদ্য চোট পেয়েছেন। ফলে দুজনের খেলা নিয়েই সংশয় ছিল। দুজনেই জায়গা পেয়েছে দলে। তবে বুমরাহর চোট নিয়ে ধোঁয়াশা রয়েছে। মেডিকেল টিম রিপোর্ট জাম করলে তবেই খেলা নিয়ে কাটবে ধোঁয়াশা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ শামি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা।
২০২৫-র ১৯শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি। দীর্ঘ ৮ বছর পর ফিরলো চ্যাম্পিয়ন ট্রফি। মোট ৮টি দল অংশগ্রহণ করবে। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊