নিয়ন্ত্রণ হারিয়ে বাস দূর্ঘটনায় আহত ৪০

Road Accident


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-

মোর ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফাঁকা মাঠে নামল যাত্রীবোঝাই বাস, আহত প্রায় ৪০।

বর্ধমান থেকে মন্তেশ্বর যাওয়ার পথে একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস মোর ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ফাঁকা জমিতে নেমে পড়ে। দুর্ঘটনাটি ঘটেছে ছোটবেলুন গ্রামের কাছে। এতে কমবেশি প্রায় ৪০ জন যাত্রী আহত হন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে প্রথমে কুড়মুন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন বাসের সময় বেঁধে দেয়ার জন্য গতি বাড়িয়ে মোড় ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফাঁকা মাঠে নেমে পড়ে।এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ উদ্ধার কাজে হাত লাগান। পরে দেওয়ানদিঘী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে মিলে আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যায়।