সাধারণতন্ত্র দিবসের আগে বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি BSF-র
রবিবার ২৬শে জানুয়ারি, দেশের সাধারণ তন্ত্র দিবস তার আগে ভারত-বাংলাদেশ সীমান্তের সুরক্ষায় অ্যালার্ট জারি করলো বিএসএফ। সাধারণত স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবসের মতো জাতীয় ছুটির আগে বিএসএফের তরফে এই ধরনের সতর্কতা জারি করা হয়। আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত এই অ্যালার্ট জারি থাকবে বলে খবর।
উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে মহড়া চালানোর পাশাপাশি সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শও দেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ দিনের ‘অপ্স অ্যালার্ট’ মহড়া শুরু হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে ৭৬তম সাধারণতন্ত্র দিবসের আগে সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার পুরোটিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
২৩ থেকে ৩১ জানুয়ারি অতিরিক্ত অ্যালার্ট থাকবে বাহিনী। চলবে মহড়া। এমনকি রাতে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊