অভিনব কায়দায় সোনার দোকানে ক্রেতা সেজে চুরি চার মহিলা দলের, রেহাই পেলো না দিনহাটা পুলিশের হাতে

women thief caught

দিনহাটা:

অভিনব কায়দায় সোনার দোকানে ক্রেতা সেজে চুরি চার মহিলা দলের। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে দিনহাটা শহরের অদূরে বাত্রিগাছ ও দিনহাটা শহর থেকে ১৯০ কিলোমিটার দূরে শিলিগুড়ি শহরে চুরি করা দলের দুই মহিলা কে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ।

এদিন দিনহাটা থানায় সাংবাদিক সম্মেলন করে মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র বলেন গত ৮ই জানুয়ারি দিনহাটার একটি সোনার দোকানে ক্রেতা সেজে এসে অভিনব কায়দায় কয়েক লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় চার সদস্যের একটি মহিলা দল।

পরবর্তীতে দোকানদারের থানায় লিখিত অভিযোগ এবং সেই দোকানের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ১৯০কিলোমিটার দূরের শিলিগুড়ির এনজিপি এলাকা থেকে সেই দলের এক মহিলাকে গ্রেফতার করে।

গ্রেপ্তার হওয়া সেই মহিলাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে তাদের মোট সদস্য সংখ্যা চারজন এবং তারা এর আগেও একাধিক এমনই চুরির কাণ্ড করেছে।

গ্রেফতার দুই মহিলার কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বাকি দুইজনের বাড়িতে অভিযান চালালে দুইজন পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অপর দুইজন মহিলার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

এদিন পুলিশ জানান ধৃতদের কাছ থেকে তিনটি সোনার চেইন এবং ছয় জোড়া কানের দুল উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা।

পুলিশ আরো জানায় বাকিদের গ্রেফতার করলে আরো কিছু জিনিস উদ্ধার হবে।