Madhyamik Physical Science Suggestion 2025: মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫

Madhyamik Physical Science Suggestion 2025


একলব্য প্রকাশনীর উদ্যোগে একলব্য রেফারিড জার্নালের পূর্ণ সহযোগিতায় সংবাদ একলব্যের মাধ্যমে বাংলার প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীর ফল ভালো করার লক্ষ্যে সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা পর্ব প্রতি বছরের ন্যায় এবছরেও শেষ মুহুর্তে ভৌতবিজ্ঞানের সম্ভাব‍্য প্রশ্ন তৈরি হয়েছে।




Madhyamik Physical Science Suggestions 2023


বিষয়- ভৌতবিজ্ঞান

পরিবেশের জন্য ভাবনা

১। বায়ুমন্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি কারণ সহ লেখো।

২। বায়ুমন্ডলের স্তরগুলিতে উচ্চতার সাপেক্ষে উষ্ণতার কীরুপ পরিবর্তন ঘটে আলোচনা কর?

৩। গ্রিন হাউস এফেক্ট কী?

৪। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবং কেন?

৫। বিশ্ব উষ্ণায়ন কী?

৬। বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাবগুলি কী কী?

৭। গ্রিন হাউস প্রভাব তথা বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায়গুলো লেখো।

৮। জীবাশ্ম জ্বালানি কী? উদাহরণ দাও।

৯। জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কী?

১০। কয়লাখনির মিথেন গ্যাস কী?

১১। বায়োগ্যাস তথা বায়োফুয়েলের দুটি প্রধান ব্যবহার লেখো।

১২। বায়োমাস থেকে প্রাপ্ত শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো।

১৩। ওজোনস্তর সৃষ্টি হয় কীভাবে?

১৪। ওজোনস্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

১৫। বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন?

১৬। গ্যাসহোল কী? এর ব্যবহার লেখো।

১৭। বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনকে গ্রীন হাউস গ্যাস বলা হয় না কেন?

১৮। ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেনের অক্সাইড গুলির ভূমিকা আলোচনা করো। 

১৯। কোলবেড মিথেন কি? একে সুইট গ্যাস বলে কেন? 


গ্যাসের আচরন

১। বয়েলের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো।

২। বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। এখানে বয়েলের সূত্রটি কী লঙ্ঘিত হয়?

৩। চার্লসের সূত্রটি বিবৃত করো ও ব্যাখা করো।

৫। বয়েল ও চার্লসের সূত্র দুটির সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। অথবা pV=RT সমীকরণটি প্রতিষ্ঠা কর।

৬। বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। অথবা pV=nRT সমীকরণটি প্রতিষ্ঠা কর।

৭। গে-লুকাসের গ্যাস-আয়তন সূত্রটি বিবৃত করো এবং অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে প্রতিষ্ঠা করো।

৮। গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলি লেখো।

৯। আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ লেখো।

১০। গ্যাসের আয়তনের উপর চাপের ও উষ্ণতার প্রভাব উল্লেখ করো।

১১। গ্যাস অণুগুলির গড় বেগ বলতে কী বোঝ? গ্যাস অণুগুলির বেগের ও চাপের উপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো।

১২। দেখাও যে পরম শুন্য উষ্ণতায় যেকোনো গ্যাসের আয়তন শুন্য হয় ।

১৩। PV=(W/M)RT -সমীকরণটি প্রতিষ্ঠা করো।


তাপ 

১। তাপ পরিবাহিতা কাকে বলে? এর একক কি?

২। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি করে সদৃশ্য বৈসদৃশ্য উল্লেখ করো।

৩। তরলের আপাত প্রকৃত ও প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপ লেখো।

৪। গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপটি বর্ণনা করো।

৫। তরলের প্রসারণ দুই প্রকার গুণাঙ্ক কেন? এদের সম্পর্ক লেখো।  

৭। দ্বিধাতব পাত কি? এর ব্যবহার লেখ।


৮। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য লেখ? উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতর নাম লেখ 



আলো

১। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে।

২। উত্তল লেন্স দ্বারা কোন ধরণের দৃষ্টি ত্রুটি প্রতিকার হয়?

৪। লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও।

৫। স্নেলের সুত্রের সাহায্যে বিচ্ছুরণের কারণ ব্যাখা করো

৬। সূর্যের আলোয় লাল ফুলকে লাল দেখালেও সবুজ আলোয় লাল ফুলকে কালো দেখায় কেন?

৭। কোনো লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায়?

৮। গাড়ির হেডলাইটে কী ধরণের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন?

৯। উত্তল ও অবতল দর্পণের ব্যবহার লেখ।

১০। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কীভাবে নির্ভর করে?

১১। কাঁচের স্ল্যাবে আলোর বিচ্ছুরণ হয় না কেন ব্যাখ্যা দাও ।

১৩। আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখ।

১৪। গাড়ির রিয়ার ভিউ মিরর বা ভিউ ফাইন্ডার হিসাবে কোন দর্পন ব্যবহার করা হয় এবং কেন?

১৫। অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে এবং প্রতিবিম্বের প্রকৃতি কি রুপ হবে?

১৬। আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো।

১৭। অবতল দর্পনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো।

১৮। উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? কোন ধরণের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়?

১৯। অবতল দর্পণ কীভাবে কোনো বিস্তৃত বস্তুর সদ, বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।

২০। অবতল দর্পন কীভাবে কোনো বিস্তৃত বস্তুর অসদ,বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।

২১। দন্ত চিকিৎসকরা কী ধরণের দর্পণ ব্যবহার করেন? কাচ ফলকের প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন?

২২। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক ১.৫ হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত?

২৩। রৈখিক বিবর্ধন কি?

২৪। উত্তল দর্পন কোনো বস্তুর প্রতিবিম্ব কীভাবে গঠন করে চিত্রের সাহায্যে দেখাও এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো।

২৫। আলোর বেগ, তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের মধ্যে কি।

২৬। দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?

২৭। অবতল দর্পনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো।


চলতড়িৎ

১। তড়িৎচালক বল ও বিভবপ্রভেদের দুটি পার্থক্য লেখো।

২। ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি লেখো।

৩। কোশের অভ্যন্তরীণ রোধ কী কী বিষয়ের উপর কীভাবে নির্ভর করে?

৪। তড়িৎচুম্বকীর আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো।

৫। পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের উপর কীভাবে নির্ভর করে?

৬। কোনো তড়িৎকোশের তড়িৎচালক বল 1.5V বলতে কী বোঝো?

৭। নষ্ট ভোল্ট কি?

৮। বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায়গুলি লেখো।

৯। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি বিবৃত করো।

১০।একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্যবিশিষ্ট তার আছে। একটির ব্যাসার্ধ আর একটি ব্যাসার্ধের দ্বিগুণ। এদের রোধের অনুপাত কত?

১১। দুটি ১০ ওহম রোধককে শ্রেণি সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি ২০ ওহম রোধকের সাথে সমান্তরাল সমবায়ে যোগ করা হল। সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো।

১২। 220V-60W ও 110V-60W দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো।

১৩। ১০ ওহম রোধবিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল। তুল্যরোধ কত হবে নির্ণয় কর।

১৪। দুটি পরিবাহীর প্রান্তীয় বিভবপ্রভেদ সমান পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহমাত্রার অনুপাত 5:4 হলে পরিবাহী দুটির রোধের অনুপাত কত?

১৫। সমান্তরাল সমবায় কি? তিনটি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের রাশিমালা কি হবে?

১৬। শর্ট সার্কিট কী?

১৭। বৈদতিক মোটরের ঘুর্ণন কী কী ভাবে পরিবর্তন করা যায় ।

পরমাণুর নিউক্লিয়াস

১। তেজস্ক্রিয়তা কী? এর ব্যবহার লেখো।

২। কোন মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা ব্যাখ্যা কর।

৩। ভর ত্রুটি কী? নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? 

৪। নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য লেখ।

৫। α, β ও রশ্মির আয়নিত করার ক্ষমতা আর তুলনা করো।

৬। আয়নিত যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি কেন?

৭। পরমাণু বোমা তৈরিতে নিউক্লিয় বিভাজন নাকি সংযোজন ঘটানো হয়? এর ব্যাখা করো। 


পর্যায়সারণি

১। সন্ধিগত মৌল কাদের বলা হয় এবং কেন? পর্যায়সারণিতে সন্ধিগত মৌলের অবস্থান কোথায়?

২। আদর্শ মৌল কাদের বলা হয় এবং কেন? পর্যায়সারণিতে আদর্শ মৌলের অবস্থান কোথায়?

৩। পর্যায়বৃত্ততা বা পর্যায়বৃত্তিক ধর্ম বলতে কী বোঝ? উদাহরণ দাও।

৪। ভোবেরাইনারের ত্রয়ী সূত্রটি উদাহরণ সহ লেখো।

৫। মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝ? একটি উদাহরণ সহ লেখ।

৬। একটি মৌলের ভরসংখ্যা ২৩ ও পরমাণু ক্রমাঙ্ক ১১ হলে পর্যায় সারণীতে এর অবস্থান লিখ l

৬। পর্যায়সারণির পর্যায় ও শ্রেণি বরাবর পারমাণবিক ব্যাসার্ধের কীরূপ পরিবর্তন হয় এবং কেন?

৭। হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলে কেন?

৮। জারণক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও- Cl, Br, I, F

৯। ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও O, C, F, Li

১০। তড়িৎ ঋনাত্বকতা অনুসারে সাজাও Mg, Al, Na, P, S, Cl



আয়নীয় ও সমযোজী বন্ধন

১। তড়িৎযোজী ও সমযোজী যৌগের দুটি ধর্মের তুলনা করো।

২। চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে। কেন?

৩। দেখাও যে F আয়নীয় বন্ধন গঠন করে Na-এর সঙ্গে, কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H-এর সঙ্গে। H, F ও Na-এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে (1, 9 ও 11)

৪। তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম – ব্যাখা করো।

৫। CO2 এর লুইস ডট চিত্র অঙ্কন কর ।

৬। C2H2 -এর লুইস ডট চিত্র অঙ্কন কর ।

৭। তড়িৎযোজী বন্ধন কাকে বলে?

৮। নিষ্ক্রিয় গ্যাস গুলি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহন করে না কেন?

৯। NaCl এর লুইস ডট চিত্র অঙ্কন করো। 

১০। CH4 এর লুইস ডট চিত্র অঙ্কন করো। 



তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া

১। তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা দাও।

২। “তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে একটি জারণ-বিজারণ বিক্রিয়া” – ব্যাখা করো।

৩। গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎবিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে কেন?

৪। প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণের নীতি লেখো এবং ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখো।

৫। অ্যালুমিনিয়াম পাত্রে আচার খাওয়া উচিত নয় কেন ।

৬। ইলেক্ট্রপ্লেটিং কি? ইলেক্ট্রপ্লেটিং-দেওয়ার কারন কি?

৭। সিলভারের ওপর তড়িৎ লেপন করতে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করতে হবে? তড়িৎ বিশ্লেষ্য রুপে কি ব্যবহার করা হবে

৮। তীব্র তড়িৎবিশ্লেষ্য ও মৃদু তড়িৎবিশ্লেষ্য -র তিনটি পার্থক্য লেখ।

৯। কপার তড়িদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িবিশ্লেষণে অ্যােেনাড ও ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। রূপার চুড়ির উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ও ক্যাথোড রূপে কী কী ব্যবহার করবে?

অজৈব রসায়ন: 

১। পরীক্ষাগারে প্রস্তুতির নীতি, সমীকরণ ও সংগ্রহ- 
ক) অ্যামোনিয়া 
খ) নাইট্রোজেন 
গ) সালফিউরিক অ্যাসিড

২।  কীভাবে ইউরিয়া উৎপাদন করা হয়? সমীকরণসহ লেখো। ইউরিয়ার দুটি ব্যবহার উল্লেখ করো।

৩। H₂S প্রস্তুতিতে গাঢ় H₂SO₄ ব্যবহার করা হয় না কেন?

৪। N₂ প্রস্তুতিতে সরাসরি NH4NO2-কে উত্তপ্ত করা হয় না কেন?

৫। নাইট্রোলিম কি? এটা কিভাবে উৎপন্ন হয় সমীকরণসহ লেখ।

৬। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো।

৭। শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটককে বিচূর্ণ অবস্থায় রাখার কারণ কী?

৮। কিভাবে তড়িবিশ্লেষণ দ্বারা সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়?

৯। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে কী ঘটে। সমীকরণসহ লেখো।

১০। SO, কে সরাসরি জলে দ্রবীভূত করে H2SO4 প্রস্তুত করা হয় না কেন?


ধাতু বিদ্যা 

১। থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপাদনের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতির দুটি প্রয়োগ লেখো।

২। ব্যবহার লেখো: পিতল, তামা, ইনভার 

জৈব রসায়ন

১। অজৈব ও জৈব যৌগের দুটি পার্থক্য উল্লেখ করো।

২। কার্বনের ক্যাটিনেশন ধর্ম?

৩। অ্যাসিটিলিনের শিল্প উৎস ও ব্যবহার উল্লেখ করো।

৪। বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?

৫। পলিমেরাইজেশন বিক্রিয়ার একটি উদাহরণ দাও।

৬। ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে? সমীকরণ দাও।

৭। IUPAC নাম লেখো: CH3CH2CHO; CH3CH(OH)CH3; CH3COOH

৮। প্রতিস্থাপন বিক্রিয়া ও যুত বিক্রিয়ার উদাহরণ দাও।

৯। জৈব-অবিশ্লেষ্য পলিমার দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণের প্রতিকার কীভাবে করবে?

১০। ইথিলিন ও অ্যাসিটিলিনের সঙ্গে H₂ ও Br₂ এর বিক্রিয়াগুলি (শর্তসহ) লেখো।

১১। কার্যকরী মূলকটিকে শনাক্ত করো- ইথানল, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, মিথান্যাল।

১২। ডিনেচার্ড স্পিরিট বলতে কী বোঝ?

১৩। ইথিলিন ও অ্যাসিটিলিনের দুটি করে ব্যবহার লেখ।

১৪। পরিবর্তন করো: CH3Cl থেকে CCl4