দশম শ্রেণির
শেষ অধ্যায় “জৈব রসায়ন”-এর একটি উল্লেখযোগ্য পাঠ  IUPAC নামকরণ। যা, রসায়নের উচ্চ শিক্ষায় খুব প্রয়োজনীয়।
 
                 একলব্য রেফারিড জার্নালের গবেষক
গোষ্ঠীর তত্ত্বাবধানে একলব্য প্রকাশনীর সহযোগিতায় ২০২০ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের
সুবিধার্থে ভৌতবিজ্ঞান বিষয়ের রসায়ন অংশের “জৈব রসায়ন” নিয়ে আলোচনা করলেন সংবাদ একলব্যের
অ্যাসিট্যান্ট এডিটর ও সাংবাদিক আরিফ হোসেন, (এম. এস. সি. (রা), বি. এস. সি., বি. এড.,)
ডিরেক্টর, একলব্য ইন্সটিটিউট অফ কম্পিটিটিভ এক্সামস ওকড়াবাড়ী শাখা, সহকারী প্রধান শিক্ষক
নবোদয় গুরুকুল, C.E.O., সার্কেল) মহাশয়। 
                                        মাধ্যমিক
পরীক্ষা ছাত্র জীবনের প্রথম বড় একটি উল্লেখযোগ্য পরীক্ষা। এই পরীক্ষার প্রস্তুতি নিতে
হলে খুব ভালো করে সিলেবাসে ধ্যান দিয়ে পড়াশুনা চালিয়ে যেতে হবে। নিয়মিত পঠনপাঠনসহ প্র্যাকটিস,
অনবরত বিভিন্ন প্রশ্নপত্র, অবজেক্টিভ প্রশ্ন পড়ে অনেক বিষয় সম্পর্কে অনুধাবন করা জরুরী।
ধৈর্য্য ও পরিশ্রমই পারে তোমায় সাফল্যের কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে। 
    এই আলোচনায় বিশেষভাবে সাহায্যকারী একলব্য রেফারিড
জার্নালের সদস্যবৃন্দ ও একলব্য প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ।
IUPAC নামকরণ
জৈব
যৌগের সংখ্যা বিপুল বৃদ্ধির জেরে উৎস, ধর্ম, আবিস্কারের ভিত্তিতে নামকরণ করে মনে করে
কঠিন হয়ে পড়ায় বিশুদ্ধ ও ফলিত রসায়নবিদদের আন্তর্জাতিক সম্মেলনে একটি সুশৃঙ্খল ও বিজ্ঞানসম্মত
পদ্ধতিতে নামকরণ রচিত হয়। যা IUPAC নামে
পরিচিত। এর পুরোনাম INTERNATIONAL UNION OF PURE & APPLIED CHEMISTRY। এই পদ্ধতিতে
সরল হাইড্রোকার্বনের নামের দুটি অংশ একটি শব্দমূল অপরটি শ্রেণি প্রত্যয়। শব্দমূল দ্বারা
কার্বন শৃঙ্খলে উপস্থিত কার্বন সংখ্যা এবং শ্রেণি প্রত্যয় দ্বারা সম্পৃক্ত বা অসম্পৃক্ত
হাইড্রোকার্বনের শ্রেণি পরিচয় দেওয়া হয়। 
Follow us on Facebook: 
একলব্য পরীক্ষা
প্রস্তুতি-  https://www.facebook.com/groups/ekalavyaexam/
সংবাদ
একলব্য- https://www.sangbadekalavya.in
কার্বন
পরমাণুর সংখ্যা অনুযায়ী শব্দমূল
| 
কার্বন পরমাণুর সংখ্যা | 
শব্দমূল | 
| 
1 | 
মিথ | 
| 
2 | 
ইথ | 
| 
3 | 
প্রোপ | 
| 
4 | 
বিউট | 
| 
5 | 
পেন্ট | 
| 
6 | 
হেক্স | 
| 
7 | 
হেপ্ট | 
| 
8 | 
অক্ট | 
বন্ধন
অনুযায়ী শ্রেণি প্রত্যয়
| 
বন্ধন | 
শ্রেণি
  প্রত্যয় | 
| 
−      
  (এক
  বন্ধন) | 
এন | 
|  (দ্বি বন্ধন) | 
ইন | 
|  (ত্রি বন্ধন) | 
আইন | 
সম্পৃক্ত ও অসম্পৃক্ত
হাইড্রোকার্বনের নামকরণ
এক
বন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন, দ্বি বন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকিন,
ত্রি বন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলা হয়।
অ্যালকেনের
নামকরণ
এক
বন্ধন যুক্ত হাইড্রোকার্বন গুলি সম্পৃক্ত হাইড্রোকার্বন। এক বন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে
অ্যালকেন বলা হয়।  কার্বন সংখ্যা অনুযায়ী শব্দমূলের
সাথে শ্রেণি প্রত্যয় এন যোগ করলে নাম পাওয়া যাবে। 
 : এই যৌগে কার্বন সংখ্যা ২
। তাই শব্দমূল হিসেবে ইথ হবে। এক বন্ধন থাকায় শ্রেণি প্রত্যয় হিসেবে এন যুক্ত হবে।
অতএব যৌগটির নাম ইথ+এন= ইথেন।
 : এই যৌগে কার্বন সংখ্যা ২
। তাই শব্দমূল হিসেবে ইথ হবে। এক বন্ধন থাকায় শ্রেণি প্রত্যয় হিসেবে এন যুক্ত হবে।
অতএব যৌগটির নাম ইথ+এন= ইথেন। 
অ্যালকিনের
নামকরণ
দ্বি
বন্ধন যুক্ত হাইড্রোকার্বন গুলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দ্বি বন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে
অ্যালকিন বলা হয়।  কার্বন সংখ্যা অনুযায়ী শব্দমূলের
সাথে শ্রেণি প্রত্যয় ইন যোগ করলে নাম পাওয়া যাবে। 
 : এই যৌগে কার্বন সংখ্যা ২
। তাই শব্দমূল হিসেবে ইথ হবে। দ্বি বন্ধন থাকায় শ্রেণি প্রত্যয় হিসেবে ইন যুক্ত হবে।
অতএব যৌগটির নাম ইথ+ইন= ইথিন।
 : এই যৌগে কার্বন সংখ্যা ২
। তাই শব্দমূল হিসেবে ইথ হবে। দ্বি বন্ধন থাকায় শ্রেণি প্রত্যয় হিসেবে ইন যুক্ত হবে।
অতএব যৌগটির নাম ইথ+ইন= ইথিন। 
অ্যালকাইনের
নামকরণ
ত্রি
বন্ধন যুক্ত হাইড্রোকার্বন গুলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ত্রি বন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে
অ্যালকাইন বলা হয়।  কার্বন সংখ্যা অনুযায়ী শব্দমূলের
সাথে শ্রেণি প্রত্যয় আইন যোগ করলে নাম পাওয়া যাবে। 
 : এই যৌগে কার্বন সংখ্যা ২
। তাই শব্দমূল হিসেবে ইথ হবে। ত্রি বন্ধন থাকায় শ্রেণি প্রত্যয় হিসেবে আইন যুক্ত হবে।
অতএব যৌগটির নাম ইথ+আইন= ইথাইন।
 : এই যৌগে কার্বন সংখ্যা ২
। তাই শব্দমূল হিসেবে ইথ হবে। ত্রি বন্ধন থাকায় শ্রেণি প্রত্যয় হিসেবে আইন যুক্ত হবে।
অতএব যৌগটির নাম ইথ+আইন= ইথাইন। 
কার্যকরী
মূলকযুক্ত জৈব যৌগের নামকরণ
কার্যকরীমূলক অনুযায়ী শ্রেণি প্রত্যয়
| 
কার্যকরী মূলকের নাম | 
কার্যকরী
  মূলকের সংকেত | 
শ্রেণি
  প্রত্যয় | 
| 
অ্যালকোহল | 
-OH | 
অল | 
| 
অ্যালডিহাইড | 
-CHO | 
অ্যাল | 
| 
কিটোন | 
-C=O | 
ওন | 
| 
কার্বক্সিলিক অ্যাসিড | 
-COOH | 
ওয়িক
  অ্যাসিড | 
| 
অ্যামিনো | 
-NH2 | 
অ্যামিন | 
অ্যালকোহলের
নামকরণ
-OH
গ্রুপ থাকলে সেই যৌগটি অ্যালকোহল। প্রথমে কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের ইংরাজী নাম
থেকে শেষ অক্ষর e বাদ দিয়ে শ্রেণি প্রত্যয় হিসেবে অল যুক্ত করতে হবে। দুটির বেশি কার্বন
শৃঙ্খল থাকলে -OH গ্রুপ এর অবস্থান কার্বনের ক্রমিক সংখ্যা দিয়ে দেখাতে হবে। 
 কার্বনের সংখ্যা ১ হওয়ায় শব্দমূল
মিথেন, এর শেষ অক্ষর e বাদ
দিলে মিথান। -OH গ্রুপ থাকায় যুক্ত হবে অল। এর নাম দাঁড়ালো মিথানল।
অ্যালডিহাইডের
নামকরণ
-CHO
গ্রুপ থাকলে সেই যৌগটি অ্যালডিহাইড। প্রথমে কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের ইংরাজী নাম
থেকে শেষ অক্ষর e বাদ দিয়ে শ্রেণি প্রত্যয় হিসেবে অ্যাল যুক্ত করতে হবে। 
 কার্বনের সংখ্যা ২ হওয়ায় শব্দমূল
ইথেন, এর শেষ অক্ষর e বাদ
দিলে ইথান। -CHO গ্রুপ থাকায় যুক্ত হবে অ্যাল। এর নাম দাঁড়ালো ইথান্যাল।
 কার্বনের সংখ্যা ২ হওয়ায় শব্দমূল
ইথেন, এর শেষ অক্ষর e বাদ
দিলে ইথান। -CHO গ্রুপ থাকায় যুক্ত হবে অ্যাল। এর নাম দাঁড়ালো ইথান্যাল। 
কিটোনের
নামকরণ
 -CO গ্রুপ থাকলে সেই যৌগটি কিটোন। প্রথমে
কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের ইংরাজী নাম থেকে শেষ অক্ষর e বাদ দিয়ে শ্রেণি প্রত্যয়
হিসেবে ওন যুক্ত করতে হবে।
-CO গ্রুপ থাকলে সেই যৌগটি কিটোন। প্রথমে
কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের ইংরাজী নাম থেকে শেষ অক্ষর e বাদ দিয়ে শ্রেণি প্রত্যয়
হিসেবে ওন যুক্ত করতে হবে।  কার্বনের সংখ্যা ৩ হওয়ায় শব্দমূল
প্রোপেন, এর শেষ অক্ষর e
বাদ দিলে প্রোপান। -CO- গ্রুপ থাকায় যুক্ত হবে ওন। এর নাম দাঁড়ালো প্রোপানোন।
 কার্বনের সংখ্যা ৩ হওয়ায় শব্দমূল
প্রোপেন, এর শেষ অক্ষর e
বাদ দিলে প্রোপান। -CO- গ্রুপ থাকায় যুক্ত হবে ওন। এর নাম দাঁড়ালো প্রোপানোন।
কার্বক্সিলিক
অ্যাসিডের নামকরণ
-COOH গ্রুপ থাকলে সেই যৌগটি কার্বক্সিলিক
অ্যাসিড। প্রথমে কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের ইংরাজী নাম থেকে শেষ অক্ষর e বাদ দিয়ে
শ্রেণি প্রত্যয় হিসেবে ওয়িক অ্যাসিড যুক্ত করতে হবে। 
 কার্বনের সংখ্যা ২ হওয়ায় শব্দমূল
ইথেন, এর শেষ অক্ষর e বাদ
দিলে ইথান। -COOH গ্রুপ থাকায় যুক্ত হবে ওয়িক অ্যাসিড। এর নাম দাঁড়ালো ইথানোয়িক অ্যাসিড।
 কার্বনের সংখ্যা ২ হওয়ায় শব্দমূল
ইথেন, এর শেষ অক্ষর e বাদ
দিলে ইথান। -COOH গ্রুপ থাকায় যুক্ত হবে ওয়িক অ্যাসিড। এর নাম দাঁড়ালো ইথানোয়িক অ্যাসিড।
মাধ্যমিক ২০২০ এর গুরুত্বপূর্ণ IUPAC নামকরণ গুলি জানতে ডাউনলোড করুন- 

 
 
 
 
 
 
.webp) 
 
 
 
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊